কক্সবাজার সমুদ্র সৈকতকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব রাখতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল থেকে সুগন্ধাসহ সৈকতের বিভিন্ন পয়েন্টে এই অভিযান চালানো হয়। এতে জেলা প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা অংশ নেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ‘আমাদের সমুদ্র রক্ষায় পরিচ্ছন্নতা অভিযান’ শিরোনামে এই বিশেষ উদ্যোগটি গত নভেম্বর মাস থেকে শুরু হয়েছে। পর্যটন নগরীর পরিবেশ সুরক্ষায় এখন থেকে প্রতি সপ্তাহে নিয়মিতভাবে এই পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হবে।
জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার মো. আজিম খান গণমাধ্যমকে বলেন, "সৈকতের পরিবেশ রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমরা কঠোর অবস্থান নিয়েছি। এখন থেকে কেউ যদি সৈকতে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলে, তবে তার বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও জরিমানা করা হবে। এছাড়া কিটকট (ছাতা-চেয়ার), দোকান বা যেকোনো ব্যবসা প্রতিষ্ঠানের আশেপাশে আবর্জনা পাওয়া গেলেও সংশ্লিষ্টদের শাস্তির আওতায় আনা হবে।"
পরিবেশ সুরক্ষায় জেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও পর্যটকরা। তবে নিয়ম বজায় রাখতে নিয়মিত তদারকির ওপর জোর দিয়েছেন তারা।
এদিকে, সমুদ্র সৈকতের সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় পর্যটক, ব্যবসায়ী এবং সাধারণ জনগণকে আরও দায়িত্বশীল আচরণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে জেলা প্রশাসন।




Comments