Image description

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও আকাশচুম্বী রেকর্ড গড়েছে। এক দিনের ব্যবধানে ভরিতে ৪ হাজার ১৯৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৬ হাজার ২৮২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। দেশের ইতিহাসে স্বর্ণের এই দাম এ যাবৎকালের সর্বোচ্চ।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে মূল্যবৃদ্ধির এই তথ্য জানিয়েছে বাজুস। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন এই দাম কার্যকর হবে বুধবার থেকে।

এর আগে, গতকাল সোমবার (২২ ডিসেম্বর) ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৯৬৬ টাকা বাড়িয়ে ২ লাখ ২২ হাজার ৮৩ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি। অর্থাৎ দুই দিনের ব্যবধানে স্বর্ণের দাম ভরিতে ৮ হাজার টাকার বেশি বাড়ল।

স্বর্ণের দাম বৃদ্ধির পেছনে বিশ্ববাজারের অস্থিতিশীলতাকে দায়ী করা হচ্ছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে আন্তর্জাতিক বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকছেন। ফলে বিশ্ববাজারে স্বর্ণের চাহিদা ও দাম উভয়ই নতুন রেকর্ড ছুঁয়েছে।

মঙ্গলবার বিশ্ববাজারে প্রতি আউন্স (০.৮৫৭ ভরি) স্বর্ণের দাম ৪ হাজার ৫০০ ডলারের কাছাকাছি পৌঁছে যায়। স্পট মার্কেটে দাম ০.৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪৮৬.৫৫ ডলারে দাঁড়ায়। লেনদেনের এক পর্যায়ে এটি রেকর্ড ৪ হাজার ৪৯৭.৫৫ ডলারে পৌঁছায়। একই সঙ্গে রূপার দামও বিশ্ববাজারে সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে উঠে গেছে।

এদিকে যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচারস ১.১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৫১৯.২০ ডলারে লেনদেন হচ্ছে। বিশ্ববাজারের এই ঊর্ধ্বমুখী প্রবণতার সরাসরি প্রভাব বাংলাদেশের স্থানীয় বাজারেও পড়েছে বলে ধারণা করছেন স্বর্ণ ব্যবসায়ীরা।