রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন একটি গবেষণা সংস্থা বুধবার জরিপের ফলাফল প্রকাশ করেছে। এতে দেখা গেছে, অধিকাংশ রুশ নাগরিক মনে করেন ইউক্রেনে যুদ্ধ ২০২৬ সালে শেষ হতে পারে।
এই মূল্যায়ন এমন এক সময়ে এলো, যখন যুদ্ধক্ষেত্রে রুশ বাহিনী এগিয়ে যাচ্ছে এবং কিয়েভ ও মস্কোর মধ্যে যুদ্ধবিরতির চুক্তি করানো সংক্রান্ত চেষ্টা চলছে।
রাশিয়ার শীর্ষ জনমত গবেষণা সংস্থা ভিটিএসআইওম বুধবার জানায়, বিদায়ী বছর ঘিরে জনমত ও আসন্ন বছরের প্রত্যাশা জানতে জরিপটি চালানো হয়। বর্তমান পরিস্থিতি নিয়ে নেতিবাচক ধারণা থাকলেও, জরিপে রুশরা তাদের ভবিষ্যত উন্নতির বিষয়ে আগের চেয়ে বেশি আগ্রহ দেখিয়েছেন।
ভিটিএসআইওম এর উপপ্রধান মিখাইল মামোনভ জানান, জরিপে অংশ নেওয়া ১ হাজার ৬০০ জনের মধ্যে ৭০ শতাংশ মনে করেন ২০২৬ সাল চলতি বছরের তুলনায় রাশিয়ার জন্য আরো সফল হবে। আর ৫৫ শতাংশ উত্তরদাতা মনে করেন ওই বছর ইউক্রেনে যুদ্ধও শেষ হবে।
ইউক্রেনে রুশ আগ্রাসনকে মস্কো কাগজে কলমে ‘বিশেষ সামরিক অভিযান’ বলে অভিহিত করে। মামোনভ বলেন, রুশ সেনাবাহিনীর অগ্রসর হচ্ছে। কিয়েভকে যুদ্ধের অর্থায়ন ও সামরিক সহায়তা- উভয়ক্ষেত্রে ওয়াশিংটন অনীহা দেখিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় ইউরোপের অক্ষমতাও ফুটে উঠেছে। এই বিষয়গুলোই সংঘাতের অবসান ঘটাতে একটি চূড়ান্ত সমঝোতার সম্ভাবনা তৈরি করছে।




Comments