Image description

দুই নদীর (দজলা ও ফোরাত) দেশ ইরাক। তুরস্ক থেকে সিরিয়া হয়ে আসা নদী দুটির পানি তলানিতে। উজানে বাঁধ, কম বৃষ্টিপাত এবং জলবায়ু পরিবর্তনের ফলে শতাব্দীর সবচেয়ে ভয়াবহ খরার কবলে পড়েছে ইরাক। এই সংকট কাটাতে দেশটি তুরস্কের সঙ্গে ‘তেলের বিনিময়ে পানি’ চুক্তি করেছে।

আলজাজিরা জানায়, ১৯৩৩ সালের পর ইরাক ইতিহাসের সবচেয়ে শুষ্ক সময় পার করছে। পশ্চিম এশিয়া থেকে পারস্য উপসাগরে প্রবাহিত দজলা ও ফোরাত নদীর পানির স্তর কমে গেছে প্রায় ২৭ শতাংশ। কম বৃষ্টিপাত এবং উজানে পানির প্রবাহে বিধিনিষেধের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, তুরস্ক ও সিরিয়ার উজানে নির্মিত বাঁধ, যুদ্ধে ধ্বংস হওয়া পুরোনো অবকাঠামো এবং সরকারি অব্যবস্থাপনা ইরাকের পরিস্থিতিকে জটিল করে তুলেছে। চার কোটি ৬০ লাখ মানুষ এবং কৃষি খাতে ইরাকের সব পানির ৮০ শতাংশের বেশি ব্যয় হয়।

সম্প্রতি কয়েক দিনের টানা বৃষ্টিতে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। তবে দেশের বাঁধগুলোতে পানির ঘাটতি মেটেনি। পরিবেশ বিশেষজ্ঞদের মতে, ইরাকের ৬০ শতাংশ পানি আসে তুরস্ক থেকে। এটা আগের বছরের তুলনায় কম।

গত নভেম্বরে তুরস্কের সঙ্গে কয়েকশ কোটি ডলারের ‘পানি সহযোগিতা চুক্তি’ করেছে ইরাক। এই চুক্তির আওতায় তুর্কি কোম্পানিগুলো ইরাকে নতুন পানিশোধন ও সংরক্ষণ অবকাঠামো তৈরি করবে। এর বিনিময়ে ইরাক প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ অপরিশোধিত তেল বেচে সেই অর্থ দিয়ে তুর্কি কোম্পানিগুলোর পাওনা পরিশোধ করবে। মূলত এটি তেলের বিনিময়ে পানির নিরাপত্তা কেনার চেষ্টা।