সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান রাষ্ট্রীয় সফরে পাকিস্তানে পৌঁছেছেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে ইসলামাবাদের নূর খান বিমান ঘাঁটিতে পৌঁছালে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।
আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ডব্লিউএএম (WAM) জানায়, প্রেসিডেন্ট আল নাহিয়ানের বহনকারী বিমানটি পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করার সাথে সাথে দেশটির সামরিক বাহিনীর একটি বিশেষ দল তাঁকে স্বাগত জানিয়ে পাহারা দিয়ে বিমান ঘাঁটিতে নিয়ে যায়। সেখানে তাঁকে ২১ বার তোপধ্বনির মাধ্যমে সালাম জানানো হয় এবং সেনাবাহিনীর পক্ষ থেকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়।
অভ্যর্থনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
চলতি বছর এটি আমিরাতি প্রেসিডেন্টের দ্বিতীয় পাকিস্তান সফর। এর আগে গত জানুয়ারিতে তিনি রহিম ইয়ার খানে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে দেখা করেছিলেন। তবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জানুয়ারির সেই সফরটি ছিল অানুষ্ঠানিক এবং আজ থেকে শুরু হওয়া সফরটি প্রেসিডেন্ট হিসেবে তাঁর প্রথম পূর্ণাঙ্গ সরকারি সফর।
সফরকালে প্রেসিডেন্ট আল নাহিয়ান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, উন্নয়ন এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রাধান্য পাবে। এছাড়া পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে দুই নেতা মতবিনিময় করবেন।
পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানায়, এই সফর দুই দেশের গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন। বিশেষ করে অর্থনৈতিক ও উন্নয়নমূলক ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার জন্য উভয় দেশের যৌথ প্রতিশ্রুতি এই সফরের মাধ্যমে আরও সুদৃঢ় হবে।
এদিকে, ইউএই প্রেসিডেন্টের এই উচ্চপর্যায়ের সফর উপলক্ষে রাজধানী ইসলামাবাদে আজ স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে একদিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।




Comments