Image description

সংসদ সদস্যদের দুর্নীতিতে সংশ্লিষ্টতার অভিযোগে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পার্লামেন্টে অভিযানের চেষ্টা চালিয়েছে দেশটির দুর্নীতিবিরোধী একটি সংস্থা। শনিবার কিয়েভে পার্লামেন্টে অভিযান চালাতে গিয়ে নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের বাধার সম্মুখীন হয়েছেন বলে অভিযোগ করেছেন সংস্থাটির কর্মকর্তারা।

রোববার ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে ইউক্রেনের পার্লামেন্টে দুর্নীতিবিরোধী সংস্থার কর্মকর্তাদের অভিযান চালানোর এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, দেশটির পার্লামেন্টে অভিযান চালানোর সময় কর্মকর্তাদের বাধা দিয়েছে নিরাপত্তা বাহিনী। নতুন একটি দুর্নীতি তদন্তে কয়েকজন সংসদ সদস্যের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তারা।

ইউক্রেনের জাতীয় দুর্নীতিবিরোধী সংস্থা ন্যাশনাল অ্যান্টি-করাপশন ব্যুরো (নাবু) এক বিবৃতিতে বলেছে, ‌‌‘‘গোপন অভিযান চালিয়ে নাবু ও স্পেশালাইজড অ্যান্টি-করাপশন প্রসিকিউটরস অফিস (সাপো) একটি সংগঠিত অপরাধী চক্রের সন্ধান পেয়েছে। এই চক্রে দেশটির বর্তমান সংসদের কয়েকজন সদস্যও রয়েছেন।’’

বিবৃতিতে বলা হয়েছে, ‘‘ইউক্রেনের পার্লামেন্ট ভারখোভনা রাদার বিভিন্ন কমিটিতে তদন্ত কার্যক্রম পরিচালনার সময় রাষ্ট্রীয় নিরাপত্তা বিভাগের কর্মীরা নাবু কর্মকর্তাদের বাধা দিয়েছেন।’’

এদিকে, রাশিয়ার সঙ্গে প্রায় চার বছর ধরে চলা যুদ্ধ অবসানের পরিকল্পনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে রোববার যুক্তরাষ্ট্রে সফরে যাওয়ার কথা রয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। এই সফরের আগে পার্লামেন্টে তার শীর্ষ সহযোগীদের বিরুদ্ধে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে তদন্ত ঘিরে ব্যাপক জল্পনা তৈরি হয়েছে।