Image description

মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় ওক্সাকা রাজ্যে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। ভয়াবহ এই দুর্ঘটনায় আরও ৯৮ জন আহত হয়েছেন। রবিবার দেশটির কর্তৃপক্ষ এসব তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

মেক্সিকান নৌবাহিনী এক বিবৃতিতে জানায়, ২৫০ জন আরোহী নিয়ে ‘ইন্টারওশেনিক’ ট্রেনটি ওক্সাকার নিজান্দা শহরের কাছে দুর্ঘটনার কবলে পড়ে। ট্রেনটিতে ৯ জন ক্রু সদস্য এবং ২৪১ জন যাত্রী ছিলেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। আহত ৯৮ জনের মধ্যে ৩৬ জনকে গুরুত্বর অবস্থায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে ট্রেনের অন্য ১৩৯ জন আরোহী বিপদমুক্ত রয়েছেন বলে নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে পৌঁছে কার্যক্রম পরিচালনা করছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে মেক্সিকান প্রশাসন।