ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ইন্দোর শহরে দূষিত পানি পান করে ডায়রিয়ার প্রাদুর্ভাগে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় অসুস্থ হয়ে আরও দুই শতাধিক মানুষ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। টানা আট বছর ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহরের তালিকায় শীর্ষে থাকা ইন্দোরে এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ ও বিধায়ক কৈলাস বিজয়বর্গীয় এই তথ্য নিশ্চিত করেছেন।
ইন্দোরের প্রধান চিকিৎসা কর্মকর্তা মাধব প্রসাদ হাসানী জানান, শহরের ভাগীরথপুরা এলাকায় পানীয় জলের পাইপে ছিদ্রের কারণে পানিতে ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়া গেছে। এই দূষিত পানি পান করেই মূলত বাসিন্দারা অসুস্থ হয়ে পড়েছেন। তিনি আরও বলেন, “অসুস্থ ২০০-র বেশি মানুষ বর্তমানে শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। আমরা পানির নমুনার চূড়ান্ত ল্যাব রিপোর্টের জন্য অপেক্ষা করছি।”
ইন্দোরের বিধায়ক কৈলাশ বিজয়বর্গীয় ৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করলেও জেলা প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। জেলা প্রশাসনিক কর্মকর্তা শ্রবণ ভার্মা জানান, চিকিৎসকদের একাধিক দল গঠন করে আক্রান্ত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। এখন পর্যন্ত ৮ হাজার ৫৭ জনের স্বাস্থ্য পরীক্ষা করে ৩৩৮ জনের মধ্যে মৃদু উপসর্গ শনাক্ত করা হয়েছে।
তিনি আরও জানান, পানীয় জলের পাইপলাইনের যে ছিদ্র দিয়ে ময়লা পানি প্রবেশ করছিল, সেটি ইতিমধ্যে মেরামত করা হয়েছে। এ ছাড়া স্থানীয়দের মধ্যে পানি বিশুদ্ধ করার জন্য ক্লোরিন ট্যাবলেট বিতরণ করা হচ্ছে।
উল্লেখ্য, পরিচ্ছন্নতার জাতীয় র্যাঙ্কিংয়ে দীর্ঘ সময় ধরে ভারতের এক নম্বর শহরের তকমা ধরে রাখা ইন্দোরে এই স্বাস্থ্য বিপর্যয় নতুন করে নগর কর্তৃপক্ষের নিরাপদ পানীয় জল সরবরাহ ব্যবস্থার দিকে আঙুল তুলছে। পরিচ্ছন্নতার সুনাম থাকলেও পাইপলাইন রক্ষণাবেক্ষণে গাফিলতির কারণেই এই করুণ মৃত্যু বলে দাবি করছেন স্থানীয় বাসিন্দারা।
মানবকন্ঠ/আরআই




Comments