আততায়ীর গুলিতে নিহত বিপ্লবি শরীফ ওসমান হাদীর স্মৃতি রক্ষার্থে ঝালকাঠির নলছিটি উপজেলার লঞ্চঘাটের নামকরণ করা হয়েছে তাঁর নামে।
শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে আনুষ্ঠানিকভাবে নামফলক উন্মোচনের মাধ্যমে এই নতুন নামকরণের উদ্বোধন করেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মমিননউদ্দিন ও পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে ওসমান হাদীর বোন মাসুমা, ভগ্নিপতি আমির হোসেনসহ সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
নামফলক উন্মোচন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে নৌ-পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন বলেন, "শহীদ ওসমান হাদী ছিলেন একজন দেশপ্রেমিক বিপ্লবী। আর বিপ্লবীদের কখনো মৃত্যু হয় না; তাঁরা তাঁদের কর্ম ও আদর্শের মধ্য দিয়ে বেঁচে থাকেন। তাঁর আত্মত্যাগকে সম্মান জানাতেই নিজ উপজেলার এই গুরুত্বপূর্ণ লঞ্চঘাটটি তাঁর নামে উৎসর্গ করা হয়েছে।"
হত্যাকারীদের বিচার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, "ওসমান হাদীর ঘাতকরা বর্তমানে দেশের বাইরে পালিয়ে আছে। সরকার অত্যন্ত আন্তরিকতার সাথে তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার কাজ চালিয়ে যাচ্ছে। খুব শীঘ্রই এই হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা মূল পরিকল্পনাকারী বা মাস্টারমাইন্ডদের মুখোশ উন্মোচন করা হবে।"
অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। সাধারণ মানুষ ও নিহতের স্বজনরা দ্রুত সময়ের মধ্যে খুনিদের দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সাথে তাঁরা এই নামকরণকে ওসমান হাদীর প্রতি রাষ্ট্র ও জনগণের গভীর শ্রদ্ধা ও সম্মানের প্রতীক হিসেবে দেখছেন।
উল্লেখ্য, শরীফ ওসমান হাদী তাঁর সাহসিকতা ও বিপ্লবী কর্মকাণ্ডের জন্য স্থানীয়ভাবে অত্যন্ত জনপ্রিয় ছিলেন। তাঁর নামে এই লঞ্চঘাটের নামকরণ হওয়ায় নলছিটিবাসীর দীর্ঘদিনের একটি আবেগপূর্ণ দাবি পূরণ হলো।
মানবকণ্ঠ/ডিআর




Comments