চট্টগ্রামের লোহাগাড়ায় চট্টগ্রাম–কক্সবাজার রেললাইনে ট্রেনে কাটা পড়ে মো. আলমগীর (৫১) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) সকালে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ডলুকুল এলাকা থেকে তার খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মো. আলমগীর পার্শ্ববর্তী সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ রূপকানিয়া (৯ নম্বর ওয়ার্ড) এলাকার মৃত কবির আহমদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে কোনো এক সময়ে এই দুর্ঘটনা ঘটে। সকালে আমিরাবাদ ইউনিয়নের ডলুকুল এলাকায় রেললাইনের ওপর এক ব্যক্তির ছিন্নভিন্ন মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় পথচারীরা। পরে তারা স্থানীয় ইউনিয়ন পরিষদ ও গ্রাম পুলিশকে বিষয়টি অবহিত করলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
আমিরাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে বিষয়টি দ্রুত রেলওয়ে কর্তৃপক্ষ ও পুলিশকে জানানো হয়।
লোহাগাড়া রেলওয়ের স্টেশন মাস্টার দিদার হোসেন জানান, শুক্রবার সকালে এই রুটে পর্যায়ক্রমে দুটি ট্রেন যাতায়াত করেছে। তবে ঠিক কোন ট্রেনের নিচে কাটা পড়ে এই দুর্ঘটনাটি ঘটেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। খবর পাওয়ার পরপরই রেলওয়ে পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
কক্সবাজার রেলওয়ে পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে রেলওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments