পাটগ্রাম সীমান্তে আইন লঙ্ঘন করে ব্রিজ নির্মাণের চেষ্টা বিএসএফের
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলসতী সীমান্তে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক অবৈধভাবে ব্রিজ নির্মাণের চেষ্টা নস্যাৎ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজের সময় সীমান্তের শূন্যরেখায় এই ঘটনা ঘটে।
স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে জুমার নামাজের সময় সীমান্ত এলাকার মানুষ যখন মসজিদে ছিলেন, সেই সুযোগে ধবলসতী সীমান্তের ৮২৮/১-এস মেইন পিলারের নিকটবর্তী শূন্যরেখায় ব্রিজ নির্মাণের সরঞ্জামাদি জড়ো করে কাজ শুরু করার চেষ্টা করে বিএসএফ। বিষয়টি বিজিবি সদস্যদের নজরে এলে তারা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে বাধা প্রদান করেন। বিজিবি’র কঠোর অবস্থানের মুখে বিএসএফ সদস্যরা কাজ বন্ধ রাখতে বাধ্য হয়।
এই ঘটনার পরপরই উদ্ভূত পরিস্থিতি নিয়ে সীমান্ত এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং সীমান্ত আইন লঙ্ঘনের প্রতিবাদে কোম্পানি কমান্ডার পর্যায়ে একটি জরুরি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি’র পক্ষ থেকে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘনের দায়ে বিএসএফ-এর কাছে আনুষ্ঠানিকভাবে তীব্র প্রতিবাদ জানানো হয়। বৈঠকে বিএসএফ প্রতিনিধিরা আপাতত কাজ বন্ধ রাখার আশ্বাস প্রদান করেন।
এলাকাবাসী জানান, বিএসএফ সদস্যরা অত্যন্ত সুকৌশলে নামাজের সময়টি বেছে নিয়েছিল যাতে সহজে কাজ এগিয়ে নেওয়া যায়। স্থানীয় বাসিন্দা ও কৃষকরা অভিযোগ করে বলেন, "ভারতীয় বাহিনী সুযোগ পেলেই আমাদের সীমান্তে বিভিন্ন সমস্যা সৃষ্টি করে। আজ বিজিবি সময়মতো না পৌঁছালে তারা ব্রিজটি নির্মাণ করে ফেলত। আমরা আতঙ্কে আছি যে তারা আবারও সুযোগ বুঝে কাজ শুরু করতে পারে।"
এ বিষয়ে ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম বলেন, "সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা আইন লঙ্ঘনের বিষয়ে বিজিবি সবসময় সতর্ক ও কঠোর অবস্থানে রয়েছে। আন্তর্জাতিক আইন উপেক্ষা করে শূন্যরেখায় বিএসএফ-এর এই নির্মাণ চেষ্টার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সীমান্ত আইন সমুন্নত রাখতে বিজিবি প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে।"
মানবকণ্ঠ/ডিআর




Comments