সারাদেশে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজ শেষে রাজধানীসহ সারাদেশের বিভিন্ন জেলা ও উপজেলায় ব্যাপক পরিসরে কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পিরোজপুর (ইন্দুরকানী): পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট ইউনিয়নের ৫৯টি মসজিদে একযোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৪ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত মূল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. জলিল হাওলাদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম হাওলাদার। বক্তারা বেগম খালেদা জিয়াকে গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার অবিচল প্রতীক হিসেবে উল্লেখ করেন।
কুষ্টিয়া: জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনে কুষ্টিয়া এনএস রোডস্থ বড় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী এবং জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ অংশ নেন। মোনাজাতে বেগম জিয়ার আত্মার শান্তি এবং তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করা হয়।
ফেনী (পরশুরাম): ফেনীর পরশুরামে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুর উদ্যোগে প্রায় ৮০০ এতিম ছাত্রের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। সুবার বাজার কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ শেষে মজনু বলেন, “নেতা হিসেবে নয়, আমি আপনাদের ভাই ও বন্ধু হয়ে দেশনেত্রীর অসমাপ্ত কাজ সম্পন্ন করতে চাই।”
বরিশাল (আগৈলঝাড়া): সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে বরিশালের আগৈলঝাড়া সদরের ব্যবসায়ীরা বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তাদের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখেন। পরে বাজার ব্যবসায়ী কমিটির উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গাজীপুর (পূবাইল): গাজীপুর সিটির পূবাইল ৪১ নং ওয়ার্ডের প্রায় ৩০ থেকে ৪০টি মসজিদে একযোগে দোয়া অনুষ্ঠিত হয়েছে। পূবাইল বাজার বেপারি পাড়া জামে মসজিদে মোনাজাত পরিচালনা করেন খতিব আব্দুল্লাহ মোহাম্মদ আবুল হোসাইন। এসময় বক্তারা তাকে ‘আপসহীন নেত্রী’ হিসেবে অভিহিত করেন।
পাবনা (আটঘরিয়া): আটঘরিয়ার মাজপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আরপি বাজার কার্যালয় প্রাঙ্গণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির সদস্য সচিব ফারুক আহমেদ খান।
ঢাকা (ধামরাই): ধামরাইয়ে জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদের বাসভবনে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মুরাদ বলেন, জিয়া পরিবারের আদর্শ থেকে তিনি বিচ্যুত হবেন না এবং বেগম জিয়ার দেখানো পথেই দেশের উন্নয়ন সম্ভব।
রংপুর (বেরোবি): বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রদলের উদ্যোগে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শাখা ছাত্রদলের সভাপতি মো. ইয়ামিন ও সাধারণ সম্পাদক জহির রায়হানসহ সাধারণ শিক্ষার্থীরা এতে অংশ নেন। তারা বলেন, দেশমাতা বেগম খালেদা জিয়া অমানবিক নির্যাতনের শিকার হয়েও দেশপ্রেম থেকে একচুল বিচ্যুত হননি।
মৌলভীবাজার (বড়লেখা): সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বড়লেখা প্রেসক্লাব। ক্লাব সভাপতি আনোয়ারুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুর রবসহ নেতৃবৃন্দ এক শোকবার্তায় বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশ একজন প্রজ্ঞাবান রাজনৈতিক অভিভাবককে হারাল, যা অপূরণীয় ক্ষতি।
সারাদেশের এই দোয়া মাহফিলগুলোতে দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ অংশ নেন এবং প্রিয় নেত্রীর বিদেহী আত্মার শান্তি কামনায় আবেগঘন মোনাজাত করা হয়। প্রতিটি স্থানেই বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ত্যাগ ও গণতন্ত্র পুনরুদ্ধারে তার সংগ্রামের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments