ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে। স্থানীয় সময় শনিবার দেশটির সুপ্রিম কোর্ট এক আদেশের মাধ্যমে তাকে এই দায়িত্ব প্রদান করে। রোববার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আদালতের আদেশে বলা হয়েছে, প্রশাসনিক কাজকর্মের ধারাবাহিকতা বজায় রাখা এবং দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে রদ্রিগেজকে এই দায়িত্ব দেওয়া জরুরি।
আদালত বলেন, প্রেসিডেন্টের অনুপস্থিতির প্রেক্ষাপটে রাষ্ট্রের ধারাবাহিকতা, সরকার পরিচালনা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য কোন আইনগত কাঠামো প্রযোজ্য হবে তা নির্ধারণে আদালত আরও আলোচনা ও পর্যালোচনা করবেন।
নজিরবিহীন হামলা শেষে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে দেশটির নেতৃত্ব কার হাতে যাবে, তা নিয়ে দেখা দেয় ব্যাপক অনিশ্চয়তা। এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, তারা ভেনেজুয়েলা চালাবেন।
ভেনেজুয়েলার সংবিধান অনুযায়ী, ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজেরই ক্ষমতা নেওয়ার কথা ছিল। তবে কয়েকটি সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, ডেলসি বর্তমানে রাশিয়ায় অবস্থান করছেন। অবশ্য, এ দাবি নাকচ করেছে মস্কো।
অনেক বিশ্লেষকের ধারণা, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় শাসনব্যবস্থা পরিবর্তনের পথে এগোলে তাদের পছন্দের শীর্ষে থাকবেন বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। তবে আদালতের আদেশে পরিস্থিতি কিছুটা বদলে গেল। আপাতত ভেনেজুয়েলার রাষ্ট্রক্ষমতায় অন্তর্বর্তী নেতৃত্বের ব্যবস্থা কার্যকর হলো।




Comments