Image description

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় দ্বীপপুঞ্জে বুধবার ৬.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এই তথ্য নিশ্চিত করেছে। তবে ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সুরিগাও দেল সুর প্রদেশের হিনাটুয়ান শহরের বাকুলিন গ্রাম থেকে প্রায় ৬৮ কিলোমিটার (৪২ মাইল) পূর্বে এবং ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার (৬ মাইল) গভীরে।

অন্যদিকে, ফিলিপাইনের ভূমিকম্প গবেষণা সংস্থা 'ফিভোলকস' এই কম্পনের মাত্রা ৬.৪ এবং গভীরতা ২৩ কিলোমিটার বলে রেকর্ড করেছে। সংস্থাটি সম্ভাব্য ক্ষয়ক্ষতি এবং আফটারশকের (পরবর্তী কম্পন) সতর্কতা জারি করেছে।

ভূমিকম্পের উৎপত্তিস্থলের নিকটবর্তী এলাকার পুলিশ ও দুর্যোগ মোকাবিলা কর্মকর্তারা জানিয়েছেন, পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। হিনাটুয়ানের স্থানীয় পুলিশ প্রধান জয় মোনাতো বলেন, "কম্পনটি খুব বেশি তীব্র ছিল না, তবে আতঙ্কে মানুষ ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসে।"

ফিভোলকস-এর পরিচালক তেরেসিটো ব্যাকলকল ফোনে জানান, এই ভূমিকম্পের কেন্দ্রস্থলটি গত অক্টোবর মাসে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে মাত্র ১০ কিলোমিটারের মধ্যে অবস্থিত। অক্টোবরের ওই ভূমিকম্পে অন্তত সাতজন নিহত হয়েছিলেন।

ব্যাকলকল আরও জানান, বুধবারের এই কম্পন থেকে সুনামির কোনো আশঙ্কা নেই। তিনি বলেন, "উৎপত্তিস্থলটি গভীরে হওয়ায় এটি কোনো ধ্বংসাত্মক সুনামি তৈরি করবে না।"

ভৌগোলিক অবস্থানের কারণে ফিলিপাইন প্রশান্ত মহাসাগরীয় 'রিং অব ফায়ার'-এ অবস্থিত, যেখানে আগ্নেয়গিরির অগ্নুৎপাত এবং ভূমিকম্প একটি সাধারণ ঘটনা।