ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর এবার প্রতিবেশী দেশ মেক্সিকোর ভূখণ্ডে হামলার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাদক কার্টেল দমনের নামে মেক্সিকোর স্থলভাগে এই অভিযানের পরিকল্পনা করছেন তিনি। ফক্স নিউজের উপস্থাপক শন হ্যানিটিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প সরাসরি এই হুঁশিয়ারি দেন।
সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, মেক্সিকো বর্তমানে মাদক কার্টেলদের নিয়ন্ত্রণে রয়েছে। তিনি বলেন, "আমরা ইতোমধ্যেই পানিপথে মাদক পাচারের ৯৭ শতাংশ বন্ধ করতে সক্ষম হয়েছি। এখন আমাদের লক্ষ্য কার্টেলগুলোর বিরুদ্ধে তাদের ডেরায় অর্থাৎ মেক্সিকোর স্থলভাগে আঘাত হানা।" তবে এই সম্ভাব্য অভিযানের সময়সূচী বা কৌশল নিয়ে বিস্তারিত কোনো তথ্য তিনি প্রকাশ করেননি।
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নিজের দ্বিতীয় মেয়াদে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন ট্রাম্প। গত সেপ্টেম্বর থেকে ক্যারিবিয়ান সাগরে একাধিক নৌযানে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী, যাতে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। যদিও এসব নৌযান মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল এমন কোনো অকাট্য প্রমাণ এখনো উপস্থাপন করতে পারেনি ওয়াশিংটন। আন্তর্জাতিক সম্প্রদায় ট্রাম্পের এমন একপাক্ষিক নীতির সমালোচনা করলেও তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে, তিনি আন্তর্জাতিক আইনের তোয়াক্কা করেন না।
ট্রাম্পের এই হুমকির পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম। তিনি স্পষ্ট ভাষায় বলেন, "এমন কিছু (হামলা) মেক্সিকোর মাটিতে হতে দেওয়া হবে না।" তিনি দেশের সার্বভৌমত্ব রক্ষার বিষয়ে অনড় অবস্থানে থাকার ঘোষণা দিয়েছেন এবং মেক্সিকোর অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন হস্তক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
ভেনেজুয়েলা এবং এখন মেক্সিকোতে হামলার হুমকির পর চীন, রাশিয়া এবং ইউরোপের বেশ কিছু দেশ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তুলেছে। বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এমন ‘একলা চলো’ নীতি উত্তর আমেরিকা ও ল্যাটিন আমেরিকার দেশগুলোর মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি করতে পারে।
মানবকণ্ঠ/আরআই




Comments