সুদানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিনজা শহরে দেশটির সেনাবাহিনীর ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে বিদ্রোহী আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)। হামলায় ২৭ জন নিহত হয়েছেন এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, হামলার সময় সিনজা ঘাঁটিতে উপস্থিত ছিলেন হোয়াইট নাইল রাজ্যের গভর্নর কামার আল-দিন ফাদল আল-মাওলাও, যিনি বেঁচে গেছেন। তবে তার দুই সহকর্মী নিহত হয়েছেন। হামলার মূল লক্ষ্য ছিল সুদানি সেনাবাহিনীর ১৭তম পদাতিক ডিভিশনের সদর দফতর।
২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী (এসএএফ) ও আরএসএফের মধ্যে সংঘাত চলছে। জাতিসংঘ ও স্থানীয় কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, সংঘাতে ২০ হাজারের বেশি নিহত এবং ১ কোটি ৪০ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। তবে মার্কিন গবেষণায় মৃতের সংখ্যা প্রায় ১ লাখ ৩০ হাজার ধরা হয়েছে।
আরএসএফের উপদেষ্টা আল-বাশা তিবিক সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, এই হামলা ছিল সেনার নেতৃত্বকে সতর্ক করার উদ্দেশ্যে।
মানবকণ্ঠ/আরআই




Comments