থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলে এক ভয়াবহ দুর্ঘটনায় চলন্ত ট্রেনের ওপর বিশালাকার নির্মাণাধীন ক্রেন ভেঙে পড়ে অন্তত ২২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৭৯ জন, যাদের মধ্যে ৮ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। বিবিসি এ খবর নিশ্চিত করেছে।
স্থানীয় পুলিশ জানায়, বুধবার সকাল ৯টার দিকে নাখন রাতচাসিমা প্রদেশের সিখিও জেলার বান থানন খোট এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ব্যাংকক থেকে উবন রাতচাথানিগামী ট্রেনটি যখন ওই এলাকা অতিক্রম করছিল, তখন পাশেই নির্মাণাধীন একটি উচ্চগতির রেল প্রকল্পের বিশাল ক্রেনটি হঠাৎ ট্রেনের ওপর আছড়ে পড়ে।
ক্রেনের প্রচণ্ড আঘাতে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে যায় এবং সেটিতে আগুন ধরে যায়। নাখন রাতচাসিমার পুলিশ সুপার থাচাপোন চিন্নাওং জানান, দ্রুতগতির রেললাইন নির্মাণের কাজ চলাকালে ক্রেনটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেনের ওপর পড়ে যায়।
উদ্ধারকর্মীরা জানিয়েছেন, দুর্ঘটনাস্থল থেকে এ পর্যন্ত ২২টি মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বগিটির ভেতরে আরও যাত্রী আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছে কর্তৃপক্ষ।
দুর্ঘটনার সময় লাওস সীমান্ত থেকে ব্যাংকক পর্যন্ত থাইল্যান্ডের একটি উচ্চাভিলাষী উচ্চগতির রেল প্রকল্পের কাজ চলছিল। দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত বগিগুলো থেকে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে কাজ শুরু করেছে। আহতদের দ্রুত নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
থাইল্যান্ডের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতিমধ্যে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে।




Comments