Image description

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপলিসে অভিবাসনবিরোধী অভিযানে আবার গুলির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় ভেনেজুয়েলার এক নাগরিককে গুলি করেছেন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) এজেন্ট।

প্রায় এক সপ্তাহ আগে একই শহরে রেনি নিকোল গুড নামে এক আমেরিকানকে গুলি করেছিলেন আইসিই এজেন্ট। নিকোল মারা যাওয়ার পর থেকে শহরটিতে বিক্ষোভ চলছে। যা যুক্তরাষ্ট্রের আরও কয়েকটি শহরে ছড়িয়ে পড়েছে।

মিনিয়াপলিস শহরের পুলিশ প্রধান ব্রায়ান ও’হারা জানিয়েছেন, সম্প্রতি গুলির ঘটনায় বিক্ষোভকারীদের সঙ্গে আইন প্রয়োগকারীদের সংঘর্ষ আবার শুরু হয়েছে। বুধবার সন্ধ্যায় শহরের উত্তর অংশে একটি বাসভবনের সামনে এক ব্যক্তি ও আইসিই এজেন্টের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ফেডারেল কর্মকর্তা তাঁর অস্ত্র থেকে গুলি ছোড়েন। ওই ব্যক্তি পায়ে গুলিবিদ্ধ হয়েছেন, তবে আঘাত প্রাণঘাতী নয়। চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের কর্মকর্তারা এক্স পোস্টে জানিয়েছেন, আহত ব্যক্তি ভেনেজুয়েলার নাগরিক। যুক্তরাষ্ট্রে তিনি অবৈধভাবে বসবাস করছেন। ফেডারেল এজেন্টের সঙ্গে যখন তার ধস্তাধস্তি চলছিল, তখন কাছের একটি অ্যাপার্টমেন্ট থেকে দুই ব্যক্তি বের হয়ে কর্মকর্তাকে বরফ সরানোর কোদাল ও ঝাড়ু দিয়ে আঘাত করেন। ওই কর্মকর্তা তখন আত্মরক্ষার জন্য গুলি ছোড়েন।

সংবাদ সম্মেলনে মিনিয়াপলিসের পুলিশ প্রধান ও’হারা জানান, বুধবারের গুলির পর ঘটনাস্থলে বিক্ষোভকারীরা জড়ো হন। তাদের কেউ কেউ পুলিশের দিকে আতশবাজি নিক্ষেপ করেন।