বাঞ্ছারামপুরে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের পৃথক অভিযানে দুই কেজি গাঁজা ও ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তা্ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ও বুধবার (১৪ জানুয়ারি) উপজেলার বিভিন্ন স্থানে এই অভিযানগুলো পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের একটি টিম উজানচর ইউনিয়নের আরবিএসজেড সিএনজি পাম্পের সামনে পাকা রাস্তায় অভিযান চালায়। অভিযানে ২ কেজি গাঁজাসহ আব্দুল লতিফ (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত লতিফ জামালপুর জেলার মেলান্দহ উপজেলার তোতা মিয়ার ছেলে। উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।
এর আগে গতকাল বুধবার (১৪ জানুয়ারি) উপজেলার মরিচাকান্দি এলাকায় পৃথক অভিযান চালায় পুলিশ। বিকেল ৫টার দিকে মরিচাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের প্রধান সড়ক থেকে কান্দু মিয়া (৩০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার তল্লাশি চালিয়ে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত কান্দু মিয়া মরিচাকান্দি গ্রামের মৃত জজ মিয়ার ছেলে। পুলিশ জানায়, তাকে ইতিমধ্যে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এলাকাকে মাদকমুক্ত করতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না।
মানবকণ্ঠ/ডিআর




Comments