Image description

গাজায় শান্তি প্রতিষ্ঠায় ‘বোর্ড অব পিস’ বা শান্তি প্রতিষ্ঠা পর্ষদ গঠন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ পর্ষদের সভাপতি তিনি নিজেই। পর্ষদের তত্ত্বাবধানে গত বৃহস্পতিবার ১৫ সদস্যের টেকনোক্রেটিক কমিটি গঠন করা হয়, যেটি গাজায় শান্তি প্রতিষ্ঠায় প্রশাসনিক দায়িত্বে থাকবে। এ কমিটিকে স্বাগত জানিয়েছে উপত্যকার নিয়ন্ত্রক সংগঠন হামাস। এ অবস্থায় যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের আলোচনা এগিয়ে নিতে হামাসসহ ফিলিস্তিনের অন্য সংগঠনগুলোর প্রতিনিধিরা মিসরের রাজধানী কায়রোতে রয়েছেন।

বার্তা সংস্থা আনাদোলু জানায়, ট্রাম্প নিজেই শান্তি প্রতিষ্ঠা পর্ষদ গঠনের খবরটি জানান। গত বৃহস্পতিবার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি লেখেন, ‘বোর্ড অব পিস’ গঠন করা হয়েছে। এ ঘোষণা দেওয়া আমার জন্য অত্যন্ত সম্মানের। বোর্ডের সদস্যদের নাম শিগগিরই প্রকাশ করা হবে। তবে আমি নিশ্চিত করে বলতে পারি, এটি যে কোনো সময় বা যে কোনো স্থানে গঠিত বোর্ডগুলোর মধ্যে শ্রেষ্ঠ ও মর্যাদাপূর্ণ।

বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলের অব্যাহত হামলা ও ফিলিস্তিনি হতাহতের মধ্যে শান্তি পর্ষদের তত্ত্বাবধানে নতুন কমিটি গঠন করা হলো। ইসরায়েল ক্রমেই গাজার আরও বেশি ভূমি দখল করে চলেছে। স্যাটেলাইট ছবির বরাত দিয়ে গতকাল শুক্রবার বিবিসির এক বিশেষ প্রতিবেদনে বলা হয়, গাজার কথিত হলুদ রেখা থেকে আরও গভীরে পৌঁছে গেছে ইসরায়েলের সামরিক বাহিনী। এর আগে গত বুধবার ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ ঘোষণা করেন।

নতুন কমিটি প্রসঙ্গে হামাসের জ্যেষ্ঠ নেতা বাসেম নাইম বলেন, ‘কমিটি গঠন সঠিক পদক্ষেপ। যুদ্ধবিরতি সুসংহত করা, যুদ্ধের পুনরাবৃত্তি রোধ, বিপর্যয়কর মানবিক সংকট মোকাবিলা ও ব্যাপক পুনর্গঠনের প্রস্তুতির জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ তবে উপত্যকায় ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠীগুলোর নিরস্ত্রীকরণ, পুনর্গঠন ও দৈনন্দিন শাসনের সঙ্গে জড়িত পরবর্তী পদক্ষেপ নিয়ে গভীর অনিশ্চয়তা রয়ে গেছে।