কুষ্টিয়ায় প্রতিবেশীর বাড়িতে চুরির অপবাদ দিয়ে মনিরুল ইসলাম (৪০) নামের এক ট্রাক চালককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে কুষ্টিয়া শহরের থানাপাড়া জিকে এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত মনিরুল ইসলাম ওই এলাকার বাসিন্দা এবং পেশায় একজন ট্রাক চালক ছিলেন।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত কয়েকদিন আগে প্রতিবেশী রিপন হোসেনের বাড়িতে একটি চুরির ঘটনা ঘটে। ওই ঘটনায় মনিরুল ইসলামকে সন্দেহ করে আসছিল প্রতিবেশী রিপন, ইমরান ও মণিসহ স্থানীয় কয়েকজন যুবক। এ নিয়ে কয়েকদিন ধরে তারা মনিরুলকে বিভিন্নভাবে হুমকি-ধামকি দিচ্ছিল।
শুক্রবার রাত ১২টার দিকে বাড়ির সামনে মনিরুলকে রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্বজনরা। দ্রুত তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজনরা জানান, মিথ্যা চুরির অপবাদ দিয়ে পরিকল্পিতভাবে মনিরুলকে হত্যা করা হয়েছে। তারা এই ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন মাতুব্বর জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। চুরির অভিযোগকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments