Image description

মার্কিন পররাষ্ট্র দপ্তর নিরাপত্তা উদ্বেগের কথা উল্লেখ করে পাকিস্তান ভ্রমণের পরিকল্পনা করা মার্কিন নাগরিকদের তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে। দ্য ডন বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গত ২৬ জানুয়ারি পাকিস্তানের জন্য ভ্রমণ পরামর্শ হালনাগাদ করে দপ্তরটি জানায়, অপরাধ, নাগরিক অস্থিরতা, সন্ত্রাসবাদ এবং অপহরণের ঝুঁকির কারণে ভ্রমণকারীদের দেশটি সফরের আগে দু’বার ভাবা উচিত।

পাকিস্তানকে ‘লেভেল ৩’ শ্রেণির আওতায় রাখা হয়েছে, যা উচ্চ ঝুঁকির ইঙ্গিত দেয় এবং যেখানে সতর্কতা ছাড়াই সন্ত্রাসী হামলা ঘটতে পারে।

পররাষ্ট্র দপ্তরের মতে, সাধারণ লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে ‘পরিবহন কেন্দ্র, হোটেল, বাজার, শপিং মল, সামরিক ও নিরাপত্তা স্থাপনা, বিমানবন্দর, ট্রেন, স্কুল, হাসপাতাল, উপাসনালয়, পর্যটনস্থান এবং সরকারি ভবন’।

কিছু অঞ্চল, যার মধ্যে খাইবার পাখতুনখোয়ার কিছু অংশ রয়েছে, ‘লেভেল ৪: ভ্রমণ করবেন না’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এই পরামর্শে মার্কিন নাগরিকদের ‘কোনো কারণেই’ লেভেল ৪ এলাকাগুলোতে না যাওয়ার আহ্বান জানানো হয়েছে এবং সতর্ক করে বলা হয়েছে, বিশেষ করে সরকারি কর্মকর্তা ও বেসরকারি নাগরিকদের লক্ষ্য করে হত্যাচেষ্টা ও অপহরণ প্রায়ই ঘটে। এই সতর্কতা পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন নাগরিকদের ক্ষেত্রেও প্রযোজ্য।

পররাষ্ট্র দপ্তর আরো জানিয়েছে, স্থানীয় আইন অনুযায়ী অনুমতি ছাড়া বিক্ষোভ নিষিদ্ধ এবং সতর্ক করেছে, ‘এ ধরনের কর্মকাণ্ডে অংশ নেওয়ার কারণে মার্কিন নাগরিকদের আটক করা হয়েছে’।

লেভেল ৩ পরামর্শের অর্থ হলো ‘নিরাপত্তার ক্ষেত্রে গুরুতর ঝুঁকি’, এবং ভ্রমণকারীদের তাদের সফর পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দেওয়া হয়। লেভেল ৪ হলো সর্বোচ্চ সতর্কতা স্তর, যেখানে সব ধরনের ভ্রমণ নিরুৎসাহিত করা হয়।