Image description

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে গত সপ্তাহে হওয়া ভূমিধসে প্রাণহানির সংখ্যা বেড়ে ৪৯ জনে দাঁড়িয়েছে। এতে নিখোঁজ রয়েছেন ১৫ জন। তাদের উদ্ধারে এখনও তল্লাশি অভিযান চলছে। শনিবার দেশটির প্রধান উদ্ধারকারী সংস্থা বাসারনাস এ তথ্য জানিয়েছে। 

প্রবল বৃষ্টিপাতের ফলে গত ২৪ জানুয়ারি পশ্চিম জাভার বান্দুং বারাত এলাকার পাসির লাঙ্গু গ্রামে এই ভূমিধসের ঘটনা ঘটে। খবর রয়টার্সের

সীমান্ত টহলে যোগ দিতে প্রশিক্ষণ নেওয়ার সময় অন্তত ২৩ সেনাসদস্যও এই ভূমিধসে মারা পড়েন বলে পরে নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়।

গত বছরের শেষ দিকে সুমাত্রা দ্বীপে ঘূর্ণিঝড়-পরবর্তী বন্যা ও ভূমিধসে এক হাজার ২০০ মানুষের মৃত্যু এবং ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হওয়ার রেশ কাটতে না কাটতেই পশ্চিম জাভায় এই নতুন বিপর্যয় আঘাত হানল।