নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বাগবেড়ে অবস্থিত বাগবেড় আইডিয়াল হাইস্কুল ও হাজী মো. ইদ্রিস আলী কিন্ডারগার্টেন স্কুলের উদ্যোগে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী-২০২৬ জমকালোভাবে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ জানুয়ারি) সকাল ৯টায় স্কুল প্রাঙ্গণে শুরু হওয়া এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি এডভোকেট মোস্তাফিজুর রহমান শুক্কুর। সঞ্চালনায় ছিলেন এম এ আবুল কালাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. নুরুন্নবী ভূঁইয়া, সহ-সভাপতি রূপগঞ্জ উপজেলা বিএনপি ও আহ্বায়ক কমিটি, নারায়ণগঞ্জ জেলা বিএনপি। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন জনাব হাজী আবু মোহাম্মদ মাসুম, সাবেক ১ নং সহ-সভাপতি জেলা ছাত্রদল।
সার্বিক সহযোগিতায় ছিলেন জনাব মো. জজ মিয়া, আহ্বায়ক রূপগঞ্জ উপজেলা জিয়া মঞ্চ। পৃষ্ঠপোষকতা করেন পূর্বাচল প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক মো. রাশেদুল ইসলাম রাশেদ (সময় টিভি ও মানবকণ্ঠ)।
সাংস্কৃতিক বিভাগের পরিচালনায় ছিলেন জনাব আবিদুর রহমান, পরিচালক, বাগবেড় আইডিয়াল হাইস্কুল।
অনুষ্ঠানে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের প্রতিভার পরিচয় দেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করে নিজেদের সার্বিক বিকাশ ঘটানোর আহ্বান জানান। অনুষ্ঠানটি শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।




Comments