Image description

| সংগৃহীত ছবি

ফেসবুক তার কনটেন্ট ক্রিয়েটরদের জন্য একটি যুগান্তকারী আপডেট নিয়ে আসছে। যা আয়ের সুযোগকে বহুলাংশে বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে। এতদিন ভিডিও আপলোড করে ভিউ পেলেও আয়ের ক্ষেত্রে হতাশা কাজ করত অনেকের মধ্যে। নতুন এই আপডেট সেই সমস্যার সমাধান করবে এবং মনিটাইজেশনের ধরন পুরোপুরি বদলে দেবে।

ভিডিও আপলোডের নতুন নিয়মাবলী:
Professional Dashboard: ফেসবুক অ্যাপে প্রবেশ করে উপরের ডান পাশে থাকা তিনটি ডট (☰)-এ ট্যাপ করে Professional Dashboard-এ যেতে হবে। সেখান থেকে Content Monetization সেকশনে নতুন আপডেটের অপশনগুলো দেখা যাবে।

যাদের মনিটাইজেশন ইতিমধ্যেই চালু আছে, তাদের জন্য এই আপডেট আরও বেশি লাভজনক হবে। যারা এখনো মনিটাইজেশন পাননি, তারাও নতুন এই নিয়মে কাজ করে দ্রুত মনিটাইজেশন পেতে পারবেন।

রিলস আপডেটে বড় পরিবর্তন:
নতুন সিস্টেমে এখন রিলস (Reels) হবে ভিডিও আপলোডের মূল মাধ্যম। আগে যেখানে সর্বোচ্চ ৯০ সেকেন্ড পর্যন্ত ভিডিও রিলস হিসেবে আপলোড করা যেত, এখন থেকে ৫ সেকেন্ড থেকে শুরু করে ১০ মিনিট, এমনকি ১-৩ ঘণ্টা পর্যন্ত দীর্ঘ ভিডিওও রিলস আকারে আপলোড করা যাবে।
আরও বড় পরিবর্তন হলো— ভিডিও এখন কেবল উল্লম্ব (Vertical) নয়, আড়াআড়ি (Horizontal) ফরম্যাটেও আপলোড করা যাবে। অর্থাৎ, ছোট কিংবা বড় যেকোনো ভিডিও রিলস হিসেবে আপলোড করা যাবে।

আয়ের (Earning) নিয়মে নতুন সুবিধা:
ফেসবুক এখন থেকে পেমেন্ট দেবে ভিডিওর পারফরম্যান্স, কোয়ালিটি, ইম্প্রেশন ও দর্শকের রিটেনশন রেট অনুযায়ী।
শর্ট ভিডিও (৫–৬০ সেকেন্ড): আপলোডকারীরা তাদের ভিডিওর কোয়ালিটি ও এঙ্গেজমেন্ট অনুযায়ী আয় পাবেন।
লং ভিডিও (৫ মিনিট বা তার বেশি): আপলোডকারীরা তুলনামূলক বেশি আয় করবেন, কারণ লম্বা ভিডিওতে বিজ্ঞাপন দেখানোর সুযোগও বেশি থাকে।

পূর্বে পোস্ট বা রিলস—দুইভাবেই ভিডিও আপলোড করা যেত, কিন্তু নতুন আপডেটে শুধু রিলসের মাধ্যমেই ভিডিও আপলোড করা যাবে।

আপলোড ফরম্যাটে নতুন অপশন:
ভিডিও আপলোডের সময় এখন থেকে দুটি লেখার ঘর (Title ও Description) দেখা যাবে। উভয় স্থানে একই টেক্সট লিখতে হবে বা কপি-পেস্ট করতে হবে। এরপর ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী হ্যাশট্যাগ (#) যোগ করে “Share Now”-এ ক্লিক করলেই ভিডিওটি রিলস আকারে শেয়ার হয়ে যাবে।

গুরুত্বপূর্ণ সতর্কতা:
নতুন সিস্টেমে আর পোস্ট সেকশন থেকে ভিডিও আপলোড করা যাবে না। পুরনো নিয়মে ভিডিও আপলোড করা হলে ভিডিওতে “Your video has a border” নামে একটি সমস্যা দেখা দিতে পারে। তাই ভিডিও আপলোড করতে হবে শুধুমাত্র প্লাস (+) বাটন → Reels অপশন থেকে।

কনটেন্ট আপলোডের সঠিক সময়সূচি:
মনিটাইজেশন দ্রুত পেতে চাইলে নিয়মিত ও নির্দিষ্ট সময়ে ভিডিও আপলোড করতে হবে:
প্রতিদিন সকাল ৭টা থেকে ৯টার মধ্যে একটি ভিডিও।
এবং সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টার মধ্যে আরেকটি ভিডিও।


এই সময়সূচি প্রতিদিন একই রাখতে হবে। নিয়মিত ও ধারাবাহিকভাবে কনটেন্ট আপলোড করলে ফেসবুক টিম দ্রুত কনটেন্ট মনিটাইজেশন অনুমোদন দেয়।

মূল কথা:
এই আপডেটের ফলে যারা নিয়মিতভাবে মানসম্মত ও ধারাবাহিক ভিডিও তৈরি করেন, তাদের জন্য ফেসবুক হয়ে উঠতে পারে তিনগুণ বেশি আয়ের প্ল্যাটফর্ম। লং ভিডিও আপলোডকারীরা বেশি সুবিধা পাবেন, তবে শর্ট ভিডিও নির্মাতারাও তাদের মান ও এঙ্গেজমেন্টের ভিত্তিতে আয় করতে পারবেন। ফেসবুকের এই নতুন আপডেট নিঃসন্দেহে ভিডিও ক্রিয়েটরদের জন্য এক বিশাল সুযোগ। এখন থেকে শুধু ভিডিওর মান নয়, ধারাবাহিকতা ও দর্শক ধরে রাখার ক্ষমতাই নির্ধারণ করবে কে কতটা আয় করবেন।