
চলতি বছরের এপ্রিল থেকে জুন—এই তিন মাসে বাংলাদেশ থেকে ১ কোটি ৬২ লাখ ৪৫ হাজার ৫৯৩টি ভিডিও সরিয়ে দিয়েছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। বুধবার (২২ অক্টোবর) টিকটক কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কমিউনিটি গাইডলাইন (নীতিমালা) লঙ্ঘনের কারণেই এসব ভিডিও মুছে ফেলা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশে সরানো ভিডিওর ৯৯.৭% সক্রিয়ভাবে শনাক্ত করে মুছে ফেলা হয়েছে, যার মধ্যে ৯৭.৫% ভিডিও ২৪ ঘণ্টার মধ্যেই সরানো হয়।
টিকটকের সর্বশেষ ‘কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট’ অনুযায়ী, ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকে বিশ্বজুড়ে মোট ১৮ কোটি ৯৫ লাখ ৭৮ হাজার ২২৮টি ভিডিও সরানো হয়েছে, যা প্ল্যাটফর্মে আপলোড হওয়া মোট কনটেন্টের প্রায় ০.৭%।
এর মধ্যে, ১৬ কোটি ৩৯ লাখ ভিডিও সরানো হয়েছে স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করে, ৭৪ লাখ ৫৭ হাজার ভিডিও পর্যালোচনার পর পুনরায় ফেরত দেওয়া হয়েছে। একই সময়ে, ৭ কোটি ৬৯ লাখ ৯১ হাজার ভুয়া অ্যাকাউন্ট এবং ১৩ বছরের কম বয়সী ২ কোটি ৫৯ লাখ ৪ হাজার ব্যবহারকারীর অ্যাকাউন্টও সরিয়েছে টিকটক।
টিকটকের তথ্যমতে, ৩০.৬% ভিডিও মুছে ফেলা হয়েছে কনটেন্ট নীতিমালা লঙ্ঘনের কারণে, ১৪% ভিডিও নিরাপত্তা নীতির এবং ৬.১% গোপনীয়তা ও সুরক্ষা নির্দেশনা ভঙ্গের কারণে সরানো হয়েছে। এছাড়া, ভুল তথ্য এবং এআই-নির্ভর ভুয়া বা সম্পাদিত ভিডিও সরানোও চলমান রয়েছে।
প্রসঙ্গত, টিকটক প্রতি প্রান্তিকে এ ধরনের কমিউনিটি গাইডলাইন এনফোর্সমেন্ট প্রতিবেদন প্রকাশ করে। এতে কনটেন্ট সরানো, অ্যাকাউন্ট মুছে ফেলা এবং প্ল্যাটফর্ম ব্যবস্থাপনার স্বচ্ছতা তুলে ধরা হয়।
Comments