মানুষের সঙ্গে এলিয়েনের যোগাযোগ ছিল, জানতেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বুশ
এলিয়েন বা ভিনগ্রহের প্রাণী নিয়ে মানুষের কৌতুহলের শেষ নেই। এতদিন বিষয়টি বৈজ্ঞানিক কল্পকাহিনী বা সিনেমায় সীমাবদ্ধ থাকলেও এবার দাবি করা হচ্ছে, মানুষের সঙ্গে এলিয়েনের যোগাযোগ হয়েছিল বাস্তবে এবং সেই তথ্য জানতেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ (সিনিয়র বুশ)।
সম্প্রতি প্রকাশিত ‘দ্য এজ অফ ডিসক্লোজার’ নামক একটি তথ্যচিত্রে (ডকুমেন্টারি) এমন চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
তথ্যচিত্রে জ্যোতির্পদার্থবিদ ও এএটিআইপি-এর সাবেক বৈজ্ঞানিক উপদেষ্টা এরিক ডেভিসের একটি সাক্ষাৎকার রয়েছে। তিনি দাবি করেন, ২০০৩ সালে এক ব্যক্তিগত আলাপচারিতায় সিনিয়র বুশ তাকে জানিয়েছিলেন যে, ১৯৬৪ সালে নিউ মেক্সিকোর হলোম্যান এয়ার ফোর্স বেসে মানুষের সঙ্গে এলিয়েনের সাক্ষাৎ হয়েছিল।
ডেভিসের ভাষ্যমতে, তিনটি মহাকাশযান ওই মার্কিন ঘাঁটির কাছে এসেছিল। এর মধ্যে একটি অবতরণ করে এবং সেখান থেকে ‘মানুষ নয় এমন’ সত্ত্বা বেরিয়ে এসে বিমান বাহিনী ও সিআইএ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে।
প্রেসিডেন্ট হওয়ার আগে জর্জ এইচ ডব্লিউ বুশ সিআইএ-এর পরিচালক ছিলেন। এরিক ডেভিস দাবি করেন, বুশ যখন এই ঘটনার বিষয়ে আরও বিস্তারিত জানতে চেয়েছিলেন, তখন তাকে বলা হয়েছিল, “আপনার জানার প্রয়োজন নেই।”
তথ্যচিত্রটির পরিচালক ড্যান ফারাহ আশা প্রকাশ করেছেন, এই তথ্যের মাধ্যমে ভবিষ্যতে কোনো মার্কিন প্রেসিডেন্ট হয়তো প্রকাশ্যে স্বীকার করবেন যে, মহাবিশ্বে মানুষ একা নয়।




Comments