Image description

লাতিন আমেরিকায় চীনের অর্থনৈতিক প্রভাব বিস্তারের অংশ হিসেবে ব্রাজিলে বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় সেয়ারা অঙ্গরাজ্যে একটি বৃহৎ ডেটা সেন্টার নির্মাণে ২০০ বিলিয়ন রিয়াল (প্রায় ৩৭ বিলিয়ন মার্কিন ডলার) বিনিয়োগ করবে কোম্পানিটি। লাতিন আমেরিকায় এটিই তাদের প্রথম প্রকল্প।

বুধবার (৩ ডিসেম্বর) টিকটক ব্রাজিলের জননীতিবিষয়ক প্রধান মনিকা গুইজি এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রকল্পটি বাস্তবায়ন করা হবে ব্রাজিলের পেসেম শিল্পবন্দরের কাছে। এটি যৌথভাবে নির্মাণ করবে ডেটা সেন্টার উন্নয়ন প্রতিষ্ঠান ‘অম্নিয়া’ এবং নবায়নযোগ্য জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান ‘কাসা দোস ভেন্টোস’। পুরো স্থাপনাটি বায়ুবিদ্যুৎ থেকে উৎপাদিত শতভাগ নবায়নযোগ্য শক্তিতে পরিচালিত হবে।

মনিকা গুইজি বলেন, ‘ব্রাজিল বিশ্বের অন্যতম গতিশীল ডিজিটাল বাজার। এখানে কোম্পানির এই ঐতিহাসিক বিনিয়োগ দেশটির প্রতি আমাদের প্রতিশ্রুতিরই প্রতিফলন।’

ডেটা সেন্টার ও এআই প্রযুক্তিনির্ভর অবকাঠামোতে বৈশ্বিক বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে ব্রাজিলকে এখন লাতিন আমেরিকার সবচেয়ে প্রস্তুত দেশ হিসেবে বিবেচনা করা হচ্ছে। দেশটিতে রয়েছে পর্যাপ্ত নবায়নযোগ্য জ্বালানি, দক্ষ জাতীয় বিদ্যুৎ গ্রিড এবং অঞ্চলের সবচেয়ে বিস্তৃত হাই-স্পিড ফাইবার অপটিক নেটওয়ার্ক। পাশাপাশি ফোরতালেজায় সমুদ্রতলীয় কেব্‌লের প্রধান ল্যান্ডিং পয়েন্ট থাকায় পেসেম থেকে ইউরোপ ও আফ্রিকায় দ্রুততম সংযোগ পাওয়া যায়। 

এদিকে বুধবার স্থানীয় একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা বলেন, ‘সেয়ারা অঙ্গরাজ্যে টিকটকের এই বিশাল বিনিয়োগ এক নতুন বিপ্লব নিয়ে আসবে।’