Image description

দীর্ঘ অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে যুক্তরাষ্ট্রে কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য একটি নতুন চুক্তিতে পৌঁছেছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। এর ফলে দেশটিতে থাকা প্ল্যাটফর্মটির ২০ কোটি ব্যবহারকারী এখন থেকে নতুন এক অভিজ্ঞতার মধ্য দিয়ে যাবেন।

নতুন এই চুক্তিতে কী আছে?
টিকটকের মার্কিন অংশটি এখন থেকে একটি পৃথক সত্তা হিসেবে পরিচালিত হবে, যার অধিকাংশের মালিকানা থাকবে মার্কিনীদের হাতে। নবগঠিত এই ‘টিকটক ইউএসডিএস জয়েন্ট ভেঞ্চার এলএলসি’ (TikTok USDS Joint Venture LLC) মূলত মার্কিন বিনিয়োগকারীদের দ্বারা সমর্থিত এবং সাত সদস্যের একটি পরিচালনা পর্ষদ দ্বারা নিয়ন্ত্রিত হবে।

টিকটকের মূল মালিকানা প্রতিষ্ঠান চীনের ‘বাইটড্যান্স’ এই ব্যবসায় মাত্র ১৯.৯ শতাংশ অংশীদারিত্ব বজায় রাখবে। টিকটকের প্রধান নির্বাহী কর্মকর্তা শাও জি চিউ নতুন এই পরিচালনা পর্ষদের অন্যতম সদস্য হিসেবে থাকছেন।

অ্যালগরিদম ও ডেটা নিরাপত্তা
টিকটকের প্রাণ হলো এর কন্টেন্ট রেকমেন্ডেশন অ্যালগরিদম, যা ব্যবহারকারীর পছন্দের ভিডিওগুলো সামনে নিয়ে আসে। নতুন চুক্তিতে এই অ্যালগরিদম ব্যবহারের লাইসেন্স দেওয়া হয়েছে মার্কিন টেক জায়ান্ট ‘ওরাকল’ (Oracle)-কে। ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ ল্যারি এলিসনের নেতৃত্বাধীন ওরাকল এখন থেকে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের তথ্য (ডেটা) এবং অ্যালগরিদম উন্নয়নের কাজ করবে। টিকটক জানিয়েছে, ব্যবহারকারীদের যাবতীয় তথ্য ওরাকলের নিরাপদ ক্লাউড পরিবেশে সংরক্ষিত থাকবে।

নতুন অ্যাপ কি ডাউনলোড করতে হবে?
টিকটক ব্যবহারকারীদের জন্য সুখবর হলো—তাদের নতুন করে কোনো অ্যাপ ডাউনলোড করতে হবে না। মূলত বিজ্ঞাপনী বাজার ধরে রাখতে এবং ব্যবহারকারীদের বিভ্রান্তি এড়াতে বর্তমান অ্যাপটিকেই সচল রাখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, নতুন অ্যাপ ব্যবহারের বাধ্যবাধকতা থাকলে ব্যবহারকারীরা ইনস্টাগ্রাম ‘রিলস’-এর মতো প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্মের দিকে ঝুঁকে পড়তে পারতেন। তাই ব্যবসার স্বাভাবিক গতি বজায় রাখতে কোনো বড় ধরনের বিঘ্ন না ঘটানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অ্যাপে কী ধরনের পরিবর্তন আসবে?
টিকটকের অ্যাপটি হুট করে বদলে যাবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে নেপথ্যে কিছু কারিগরি পরিবর্তন আসতে পারে। বিশেষ করে ডেটা ব্যবহারের সীমাবদ্ধতা এবং গ্লোবাল সিস্টেমের সাথে এর সমন্বয়ের ক্ষেত্রে কিছুটা ভিন্নতা দেখা যেতে পারে। তবে শর্ট ভিডিও, ইনফ্লুয়েন্সার সংস্কৃতি এবং লাইভ শপিংয়ের মতো ফিচারগুলো আগের মতোই থাকবে বলে ধারণা করা হচ্ছে। টিকটক জানিয়েছে, মার্কিন নির্মাতারা আগের মতোই বিশ্বজুড়ে তাদের কন্টেন্ট পৌঁছে দিতে পারবেন।

সুরক্ষিত থাকছে ক্যাপকাট ও লেমন-৮
টিকটকের পাশাপাশি বাইটড্যান্সের মালিকানাধীন আরও দুটি জনপ্রিয় অ্যাপ ‘ক্যাপকাট’ (CapCut) এবং ‘লেমন-৮’ (Lemon8) নিয়েও ব্যবহারকারীদের মধ্যে উদ্বেগ ছিল। ২০২৫ সালের জানুয়ারিতে সাময়িক নিষেধাজ্ঞার সময় এই অ্যাপগুলোও বন্ধ হয়ে গিয়েছিল। তবে নতুন এই চুক্তির ফলে অ্যাপ দুটিও সুরক্ষার আওতায় আসছে। অর্থাৎ, এখন থেকে যুক্তরাষ্ট্রে টিকটকের পাশাপাশি এই অ্যাপগুলোও আইনগতভাবে বৈধভাবে ব্যবহার করা যাবে।

তথ্যসূত্র : বিবিসি