Image description

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২১৬ গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী কামরুজ্জামান ভূইয়া লুটুল তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। ‘টেলিফোন’ প্রতীক পাওয়ার পর গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশাল জনসভার মধ্য দিয়ে তিনি এই কার্যক্রম শুরু করেন।

বীর মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে কামরুজ্জামান ভূইয়া লুটুল এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “আপনাদের দোয়া ও সমর্থন নিয়েই আমি নির্বাচনে প্রার্থী হয়েছি। আমি আপনাদেরই সন্তান। আপনাদের ভালোবাসা পাশে থাকলে আমি কোনো কিছুকেই ভয় পাই না। কথা দিচ্ছি, অতীতের মতো সুখে-দুঃখে ভবিষ্যতেও সব সময় আপনাদের পাশে থাকবো।”

প্রশাসন নিরপেক্ষ থাকবে উল্লেখ করে ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনারা ভয় পাবেন না। প্রশাসন নিরপেক্ষ থাকবে এবং একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনারা সবাই আগামী ১২ ফেব্রুয়ারি টেলিফোন মার্কায় ভোট দিয়ে আমাকে জয়ী করুন।” এ সময় তিনি কর্মী-সমর্থকদের নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে মেনে চলার নির্দেশ দেন।

সমাবেশে উপস্থিত ছিলেন নওশের মোল্লা, আনোয়ার হোসেন মোল্লা, জাকির হোসেন ভূঁইয়া, ইউপি সদস্য হান্নান শেখ, শেখ সাহাবুদ্দিন ভূঁইয়া, ফি এম রাজু কামাল, মো. নজরুল মোল্লা, মো. কাউছার ভূঁইয়া, আকু মোল্লাসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৬ সহস্রাধিক মানুষ।

উল্লেখ্য, গত ২১ জানুয়ারি জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে ‘টেলিফোন’ প্রতীক বরাদ্দ পান কামরুজ্জামান ভূইয়া লুটুল। প্রতীক পাওয়ার পর এটিই ছিল তার প্রথম বড় নির্বাচনী জনসভা।

মানবকণ্ঠ/ডিআর