Image description

হিরো আলমের বিরুদ্ধে গর্ভপাত ও ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। সাদিয়া রহমান মিথিলা নামের এক নারী বাদী হয়ে বগুড়া নারী ও শিশু নির্যাতন টাইব্যুনাল-১ এ আদালতে রোববার (৪ মে) এ মামলা করেন। ওই ট্রাইবুনালের বিচারক মো. আনোয়ারুল হক, বাদীর জবানবন্দি গ্রহণ করে তদন্তের জন্য আদেশ দেন।

মামলায় বাকি আসামিরা হলেন: হিরো আলমের বোন আলো বেগম, ব্যক্তিগত সহকারী আল আমিন, মালেক, তার স্ত্রী জেরিন ও আহসান হাবাবী সেলিম নামে এক ব্যক্তি।

মামলার অভিযোগে বলা হয়, বাদীকে ছোট পর্দার নায়িকা বানানোর লোভ দেখায় হিরো আলম। এরপর হিরো আলম ওই নারীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ করেন। এছাড়াও শর্টফিল্ম তৈরির জন্য ওই নারীর কাছ থেকে হিরো আলম ১৫ লাখ টাকা ধার নেন। পরে বাদী হিরো আলমকে বিয়ের কাবিনের জন্য চাপ দিলে গত ২১ এপ্রিল ওই নারীকে হিরো আলম মারপিট করেন৷ এতে রক্তক্ষরণে ওই নারীর গর্ভপাত হয়।

অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে হিরো আলম জানান, আমি ওই নারীকে চিনি না। আমাকে হয়রানি করতে মিথ্যা মামলা করা হয়েছে।

পিবিআই বগুড়ার পুলিশ সুপার শাহ মমতাজুল ইসলাম জানান, আজ (সোমবার) আদালত থেকে কিছু মামলা তদন্তের জন্য এসেছে৷ আদালতের নির্দেশ অনুয়ায়ী গুরুত্ব সহকারে মামলা তদন্ত করা হবে৷