
সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি। | ফাইল ছবি
জুলাই ছাত্র আন্দোলনের সময় রাজধানীর চাঁনখারপুলে ঝুট ব্যবসায়ী মো. মনিরকে গুলি করে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার সকালে কারাগার থেকে দীপু মনিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এসময় মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান আসামির চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, জুলাই আন্দোলন চলাকালে গত বছরের ৫ আগস্ট শাহবাগ থানার চাঁনখারপুল এলাকায় ছাত্র-জনতার সঙ্গে বিক্ষোভে অংশ নেন মনির। একপর্যায়ে আসামিরা গুলি ছুড়লে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
এ ঘটনায় গত ১৪ মার্চ নিহতের স্ত্রী রোজিনা আক্তার শাহবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৩১ নাম্বার এজাহারভুক্ত সাবেক সমাজকল্যাণমন্ত্রী আসামি দীপু মনি।
প্রসঙ্গত, গত ১৯ আগস্ট দীপু মনিকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর জুলাই ছাত্র আন্দোলনকালে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং রিমান্ডে নেওয়া হয়।
Comments