Image description

পবিত্র কুরআন সম্পর্কে অবমাননাকর মন্তব্য করে দ্বীনি অনুভূতিতে আঘাতের দায়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দৈনিক আল ইহসান পত্রিকার প্রতিবেদক মুহম্মদ আরিফুর রহমানের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শেখ ওমর রেজিস্টার্ড ডাকযোগে এই নোটিশ পাঠান। জাগো নিউজকে নোটিশ প্রেরণকারী আইনজীবী নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

লিগ্যাল নোটিশে বলা হয়েছে, গত ৬ অক্টোবর ইউটিউবে ‘চরমোনাই দর্পণ’ চ্যানেলে প্রকাশিত একটি ভিডিও ক্লিপে দেখা যায়, ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম পবিত্র কুরআন নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। সেই বক্তব্যে ফয়জুল করিমকে বলতে শোনা যায়, "শুধু কুরআন কিচ্ছু না" এবং "শুধু কুরআন কুরআন, এর মধ্যে শুভঙ্করের ফাঁকি"।

নোটিশে আরও বলা হয়, ফয়জুল করিমের এসব মন্তব্য পবিত্র কুরআনুল কারীমের মর্যাদা ও পবিত্রতার পরিপন্থী এবং এটি মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে। কুরআন একটি পূর্ণাঙ্গ ও স্বয়ংসম্পূর্ণ দিকনির্দেশনামূলক গ্রন্থ, যার প্রতি অবমাননাকর মন্তব্য করা বাংলাদেশের সংবিধান ও দণ্ডবিধি অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

নোটিশে ফয়জুল করিমকে তিনদিনের মধ্যে সুস্পষ্ট বিবৃতি দিয়ে তার উল্লেখিত মন্তব্যগুলো প্রত্যাহার করতে এবং নিঃশর্ত ক্ষমা চাইতে আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে ভবিষ্যতে ধর্ম অবমাননামূলক মন্তব্য না করার প্রতিশ্রুতি দিতেও বলা হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে আইনের আশ্রয় নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।