Image description

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামোতে আঘাত করা হয়েছে বলে মন্তব্য করেছেন রিভিউ আবেদনকারীদের আইনজীবী ড. শরীফ ভূঁইয়া। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্তির ফলে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জনগণের ভোটাধিকারের নিশ্চয়তা দুর্বল হয়েছে বলেও দাবি করেন তিনি। আজ মঙ্গলবার (২১ অক্টোবর) সুপ্রিম কোর্টে এ বিষয়ে রিভিউ শুনানি হয়।

জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনা জরুরি বলে দাবি করেছেন রিভিউ আবেদনকারীদের আইনজীবী ড. শরীফ ভূঁইয়া। তিনি বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের মাধ্যমে গণতন্ত্র ধ্বংস করায় সংবিধানের মৌলিক কাঠামোতে আঘাত করা হয়েছে। এই অবস্থায় জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনা জরুরি।’

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে আপিল বিভাগের দেওয়া রায়ের বিরুদ্ধে, পুনরায় আপিল শুনানিতে এসব কথা বলেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারসহ পাঁচ বিশিষ্ট ব্যক্তির পক্ষের আইনজীবী শরীফ ভূঁইয়া।

আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি শুরু হয়। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের বেঞ্চে আজ প্রথম দিনের আপিল শুনানি শেষ হয়েছে।

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে গত বছর ১৬ অক্টোবর রিভিউ আবেদন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর কয়েক মাস আগে এ বিষয়ে রিভিউ আবেদন করেন সুশাসনের জন্য নাগরিক-সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীও একটি রিভিউ আবেদন করে।