পূর্বাচল প্লট দুর্নীতি
শেখ রেহানাসহ আসামিদের বিরুদ্ধে রায় ঘোষণা ২৫ নভেম্বর
রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে রাজউকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে করা মামলায় আসামিপক্ষের আত্মপক্ষ সমর্থন শুনানি শেষ হয়েছে। রোববার (২৩ নভেম্বর) শুনানি শেষে আগামী মঙ্গলবার (২৫ নভেম্বর) উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার দিন ধার্য করেছেন আদালত।
এর আগে, গত মঙ্গলবার (১৮ নভেম্বর) এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ হয়। এরপর আদালত আজ (২৩ নভেম্বর) আসামিদের আত্মপক্ষ সমর্থনের দিন ঠিক করেছিলেন।
মামলার বিবরণী থেকে জানা যায়, গত বছরের ২৬ ডিসেম্বর শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের নামে প্লট বরাদ্দের বিষয়ে অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের তথ্যানুযায়ী, পূর্বাচল প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের কূটনৈতিক জোনে শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল, শেখ রেহানা এবং তাঁর ছেলে-মেয়েদের নামে ১০ কাঠা করে মোট ৬০ কাঠার ৬টি প্লট বরাদ্দ দেওয়া হয়েছিল।
এ ঘটনায় চলতি বছরের জানুয়ারিতে আলাদা ছয়টি মামলা করে দুদক। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও মেয়ে আজমিনা সিদ্দিকসহ বেশ কয়েকজনকে আসামি করা হয়। গত ১০ মার্চ এসব মামলায় অভিযোগপত্র অনুমোদন দেয় কমিশন।
অভিযোগপত্রে বলা হয়, রাষ্ট্রক্ষমতার সর্বোচ্চ পদে থেকে অপব্যবহারের মাধ্যমে অসৎ উদ্দেশ্যে এই প্লটগুলো বরাদ্দ নেওয়া হয়েছিল। গত ৩১ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই মামলার বিচারকাজ শুরু হয়।




Comments