ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি জমি বরাদ্দ নেওয়ার অভিযোগে দায়ের করা দুর্নীতির এক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১২ জন আসামির বিরুদ্ধে চূড়ান্ত রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছেন আদালত। রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন আগামী ২৭ নভেম্বর এই মামলার রায়ের দিন ধার্য করেন।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যসহ মোট ২৩ জন ব্যক্তির বিরুদ্ধে প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। গত বছরের ডিসেম্বর থেকে দুর্নীতি দমন কমিশন (দুদক) এসব অভিযোগের তদন্ত শুরু করে।
দুদকের অভিযোগ অনুযায়ী, সাবেক প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যরা পূর্বাচল প্রকল্পে প্লট বরাদ্দের ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহার করেছেন। অভিযোগ ওঠে যে, তারা দুর্নীতি ও মিথ্যা হলফনামা ব্যবহার করে যেসব প্লট নিয়েছেন, সেখানে সাধারণ মানুষের প্রবেশাধিকার ছিল না।
মামলার নথিপত্র ঘেঁটে জানা যায়, প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়ার পর চলতি বছরের জানুয়ারিতে দুদক তাদের বিরুদ্ধে পৃথক ছয়টি মামলা দায়ের করে। অনুসন্ধানে জানা যায়, পূর্বাচল নতুন শহরের ২৭ নম্বর সেক্টরের কূটনৈতিক জোনের আশেপাশে শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও মেয়ে আজমিনা সিদ্দিকের নামে প্লট বরাদ্দ দেওয়া হয়েছে।
এর মধ্যে শেখ হাসিনার নামে ১০ কাঠার প্লট (প্লট নম্বর ৯) বরাদ্দ হয় ২০২২ সালের ৩ আগস্ট। সজীব ওয়াজেদ জয় এবং সায়মা ওয়াজেদ পুতুলের নামেও প্লট বরাদ্দ দেওয়া হয় ২০২২ সালে।
চলতি বছরের ১০ মার্চ ছয় মামলায় ২৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র প্রস্তুত করে দুদক। পরে ৩১ জুলাই থেকে ঢাকার চতুর্থ ও পঞ্চম বিশেষ জজ আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এই বিচার কার্যক্রম শুরু হয়।




Comments