Image description

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধভাবে অংশ নিলেও দলগুলোকে নিজ নিজ প্রতীকে নির্বাচন করতে হবে, গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) এমন বিধান কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার (১ ডিসেম্বর) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আগামী ১০ দিনের মধ্যে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

এর আগে গত ২৭ নভেম্বর জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) মহাসচিব মোমিনুল আমিন হাইকোর্টে এ রিট দায়ের করেন। রিটে তিনি জোটবদ্ধ নির্বাচনে শরিক দলগুলোর ভিন্ন ভিন্ন প্রতীক ব্যবহারের বাধ্যবাধকতা চ্যালেঞ্জ করেন।

রিটকারীর দাবি, জোটবদ্ধ নির্বাচনে শরিকদের জন্য একই প্রতীক ব্যবহারের বিধানটি পুনর্বহাল করা হোক এবং বর্তমান বিধান (স্ব স্ব প্রতীক) স্থগিত করা হোক। রিটে আইন মন্ত্রণালয়ের সচিব ও নির্বাচন কমিশন সচিবকে বিবাদী করা হয়েছে।

মোমিনুল আমিনের অভিযোগ, আরপিওতে আনা এই সংশোধনী অসাংবিধানিক এবং মত প্রকাশের স্বাধীনতার পরিপন্থী। তিনি দাবি করেন, মূলত জামায়াত ও এনসিপিকে নির্বাচনে বিশেষ সুবিধা দিতেই এই সংশোধনী আনা হয়েছে।