Image description

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না। মানবতাবিরোধী অপরাধের দুটি পৃথক মামলায় পলাতক আসামি শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে উপস্থিত না হওয়ায় তাকে বুধবার (৩ ডিসেম্বর) ট্রাইব্যুনালে তলব করা হয়। পরে তিনি হাজির হয়ে ক্ষমা চান এবং দায়িত্ব থেকে অব্যাহতি প্রার্থনা করেন।

তার ক্ষমা প্রার্থনার পর ট্রাইব্যুনাল তাকে স্টেট ডিফেন্সের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে নতুন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে মো. আমির হোসেনকে নিয়োগ দেন।

এর আগে, গত ২৩ নভেম্বর শেখ হাসিনার পক্ষে লড়তে আবেদন করেছিলেন জেড আই খান পান্না। ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চ শুনানি শেষে তার আবেদন মঞ্জুর করে তাকে স্টেট ডিফেন্স আইনজীবী হিসেবে নিয়োগ দেয়। তবে পরে ২৭ নভেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি জানান, শেখ হাসিনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতি আস্থা নেই, তাই তার পক্ষে এই আদালতে দাঁড়ানো ‘অনৈতিক’ বলে মন্তব্য করেন এবং দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন।

আজ অভিযোগ গঠন শুনানির সময় তিনি আদালতে উপস্থিত না হওয়ায় ট্রাইব্যুনাল তাকে ফোনে হাজির হওয়ার নির্দেশ দেয়। প্রায় ১০ মিনিট পর অন্য আইনজীবীদের সহায়তায় হুইলচেয়ারে করে তিনি আদালতে আসেন। ট্রাইব্যুনাল তার অনুপস্থিতির কারণ জানতে চাইলে তিনি শারীরিক অসুস্থতার কথা জানান এবং দায়িত্ব না নেওয়ার বিষয়ে রেজিস্ট্রার কার্যালয়ে চিঠি পাঠানোর কথা উল্লেখ করেন।

ট্রাইব্যুনাল তার বক্তব্য শুনে ভিডিও বার্তায় দেওয়া মন্তব্যের ব্যাখ্যা চান। উত্তরে পান্না বলেন, তিনি ‘নিঃশর্ত ক্ষমা’ চাইছেন এবং মামলায় আর যুক্ত হতে চান না।

পরে নতুন স্টেট ডিফেন্স নিয়োগ দিতে তার মতামত জানতে চাইলে তিনি কোনো নাম প্রস্তাব না করায় আদালত মো. আমির হোসেনকে দায়িত্ব দেয়। আমির হোসেন এর আগে শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই পরিচালনা করেছেন।

ট্রাইব্যুনাল আশা প্রকাশ করে জানায়, মামলার কার্যক্রম যাতে স্বাভাবিক গতিতে এগিয়ে চলে, সে বিষয়ে নতুন আইনজীবী প্রয়োজনীয় সহায়তা করবেন।