Image description

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সহ-সভাপতি আবদুস সালাম মুর্শেদীর দখলে থাকা গুলশানের বিলাসবহুল বাড়িটিকে ‘পরিত্যক্ত সম্পত্তি’ হিসেবে ঘোষণা করে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। ৫২ পৃষ্ঠার এই রায়ে বাড়িটি সরকারের কাছে হস্তান্তরের নির্দেশ বহাল রাখা হয়েছে।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় প্রকাশ করেন।

আদালত তার পর্যবেক্ষণে বলেছেন, দুর্নীতি দমন কমিশনসহ (দুদক) সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার তদন্ত প্রতিবেদনে এটি প্রমাণিত হয়েছে যে, গুলশান-২ নম্বরে সালাম মুর্শেদী যে বাড়িতে বসবাস করছেন, তা মূলত সরকারের পরিত্যক্ত সম্পত্তি। ফলে এই সম্পত্তি তার দখলে রাখা আইনত বৈধ নয়।

এর আগে ২০২৪ সালের ১৯ মার্চ দেওয়া এক রায়ে আদালত সালাম মুর্শেদীকে ৩ মাসের মধ্যে বাড়িটি ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। এবার প্রকাশিত পূর্ণাঙ্গ রায়ে স্পষ্ট করা হয়েছে যে, রায়ের অনুলিপি হাতে পাওয়ার তিন মাসের মধ্যে তাকে অবশ্যই গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের কাছে বাড়িটি হস্তান্তর করতে হবে।