হাতে সমস্যার কারণে বাইক চালাই না, শোরুমে বিক্রি করে দিয়েছি: আদালতে হান্নান
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান বিন হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। তবে রিমান্ড শুনানিকালে হান্নান দাবি করেছেন, শারীরিক অসুস্থতার কারণে তিনি বাইকটি অনেক আগেই একটি শোরুমে বিক্রি করে দিয়েছিলেন।
রোববার সন্ধ্যায় ঢাকার মহানগর হাকিম দিদারুল আলমের আদালতে হান্নানের রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়।
শুনানিকালে বিচারকের সামনে নিজেকে নির্দোষ দাবি করে আব্দুল হান্নান বলেন, ‘‘আমি এই হোন্ডাটি মিরপুর মাজার রোড এলাকা থেকে কিনেছিলাম। তবে আমার হাতে সমস্যা থাকায় পরিবারের সদস্যরা আমাকে বাইক চালাতে নিষেধ করেছিলেন। দীর্ঘদিন বাসায় পড়ে থাকায় বাইকটি নষ্ট হয়ে যাবে ভেবে আমি সেটি একটি শোরুমে বিক্রি করে দিই।’’
মালিকানা পরিবর্তন না হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘‘বাইক বিক্রির সময় আমি কথা দিয়েছিলাম নাম পরিবর্তন (মালিকানা বদল) করে দেব। তারা দুই মাস আগে আমাকে ফোনও দিয়েছিল, কিন্তু আমি অসুস্থ থাকায় মালিকানা পরিবর্তনের জন্য যেতে পারিনি।’’
এর আগে রোববার দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকা থেকে আব্দুল হান্নানকে আটক করে র্যাব। পরে তাকে পল্টন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
হাদির ওপর গুলির ঘটনায় এখনো কোনো সুনির্দিষ্ট মামলা না হওয়ায় পুলিশ হান্নানকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় (সন্দেহজনক) গ্রেপ্তার দেখায়। পল্টন মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সামিম হাসান তদন্তের স্বার্থে চারটি কারণ উল্লেখ করে আসামির সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করার পর এর সূত্র ধরেই হান্নানকে গ্রেপ্তার করা হয়।




Comments