আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের স্ত্রী, শ্যালক ও বান্ধবীকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম শুনানি শেষে এই আদেশ দেন। রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন—ফয়সালের স্ত্রী সামিয়া, তার শ্যালক শিপু এবং বান্ধবী মারিয়া।
আদালত সূত্রে জানা যায়, মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ আসামিদের আদালতে হাজির করে ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রত্যেকের সাত দিন করে রিমান্ডের আবেদন করেন। পরে শুনানি শেষে আদালত তাদের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, শরিফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় ফয়সাল করিম মাসুদকে মূল হোতা হিসেবে চিহ্নিত করা হয়েছে। তদন্তের অংশ হিসেবেই তার ঘনিষ্ঠজনদের জিজ্ঞাসাবাদ করা হবে।




Comments