Image description

কুষ্টিয়া-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও বিশিষ্ট ইসলামি আলোচক মুফতি আমির হামজা বলেছেন, ‘১৯৭১ সালে জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল না, তাদের অবস্থান ছিল ভারতের আগ্রাসনের বিরুদ্ধে। এতদিন আমাদের সত্য জানতে দেওয়া হয়নি, ১৯৭১ সালে জামায়াতের ভূমিকা নিয়ে মিথ্যা ইতিহাস রচনা করা হয়েছে।’

মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে কুষ্টিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক বিজয় র‍্যালিতে তিনি এসব কথা বলেন।

মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বদরুদ্দীন উমরের বইয়ের বরাত দিয়ে আমির হামজা দাবি করেন, ‘আপনারা বদরুদ্দীন উমরের ইতিহাস পড়বেন। তার লেখা বইয়ে আমরা পড়েছি, মুক্তিযুদ্ধ নিয়ে যেসব কল্পকাহিনি লেখা হয়েছে, তার ১০০ ভাগের ৯০ ভাগই মিথ্যা।’

ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ‘আমরা পেছনের ইতিহাস টেনে বিভেদ চাই না। সব ভুলে আমরা নতুন ইতিহাস তৈরি করতে চাই। এ দেশে যারাই জন্মগ্রহণ করবে, তারাই সম্মানিত নাগরিক। সবাইকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে চাই। এখানে কোনো দল-মত থাকবে না, আমরা সবাই এক। আগামীর বাংলাদেশকে আমরা স্বাধীনচেতা রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে তুলে ধরব।’

বিজয় র‍্যালিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দীন জোয়ার্দ্দার, সহকারী সেক্রেটারি মাজহারুল হক এবং শহর জামায়াতের আমির এনামুল হকসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।