Image description

ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকার আড়পাড়ায় হালিমা খাতুন (৩২) নামের এক গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী হানিফ আলীকে আটক করেছে পুলিশ।

স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, হালিমা খাতুন তার দুই মেয়েকে নিয়ে আড়পাড়ায় একটি ভাড়া বাসায় থাকতেন এবং অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাতেন। তার স্বামী হানিফ আলী মাদকাসক্ত হওয়ায় তাদের সঙ্গে থাকতেন না। তবে তিনি প্রায়ই বাসায় এসে হালিমাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। এর আগে গত দুই সপ্তাহ আগেও তিনি হালিমাকে বেধড়ক মারধর করেছিলেন। সে সময় স্থানীয়দের সহযোগিতায় তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে হানিফ আলী হঠাৎ বাসায় ঢুকে ধারালো ছুরি দিয়ে হালিমার গলা কাটার চেষ্টা করেন। এ সময় হালিমার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন এবং হানিফকে আটক করে পুলিশে সোপর্দ করেন। স্থানীয়রা আহত হালিমাকে দ্রুত কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. খালিদ হাসান জানান, ধারালো অস্ত্রের আঘাতে হালিমার গলার শ্বাসনালী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় এবং হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা না থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর (রেফার্ড) করা হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জেল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত হানিফকে আটক করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”