Image description

মহান বিজয় দিবস উপলক্ষে একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিজয় মিছিল ও সমাবেশ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় লাইব্রেরিতে অধ্যয়নরত শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে মিছিলটি বের করা হয়। মিছিলটি রায়সাহেব বাজার ও বাহাদুর শাহ পার্ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিশ্বজিৎ চত্বরে এসে শেষ হয়। সেখানে শিক্ষার্থীরা সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেন। এ সময় তারা ‘তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ’, ‘সবার আগে বাংলাদেশ’সহ বিভিন্ন দেশাত্মবোধক স্লোগান দেন।

মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বাংলা বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ হুসাইন মুন্না বলেন, “মহান মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা আমাদের রক্তিম বিপ্লবের নাম। ১৯৭১ সালে যারা জীবন দিয়েছেন এবং যেসব বীরাঙ্গনা ত্যাগ স্বীকার করেছেন, তাদের প্রতি সম্মান জানিয়ে বাংলাদেশপন্থীদের অংশগ্রহণে আমাদের এই বিজয় মিছিল ও জাতীয় সংগীত পরিবেশন কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ ও দেশের অস্তিত্বের প্রশ্নে আমাদের এই ধারা অব্যাহত থাকবে।”