বিজয়ের ৫৩ বছর পেরিয়ে গেলেও জনগণের মৌলিক অধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার। তিনি বলেন, বিজয়কে সত্যিকার অর্থবহ করতে হলে ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা করতে হবে। এ জন্য ইসলামী আদর্শের ভিত্তিতে রাষ্ট্র গঠনের সংগ্রামে সকলকে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জ জেলা জামায়াতে ইসলামী আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মমিনুল হক সরকার আরও বলেন, “দীর্ঘ লড়াই-সংগ্রাম ও যুদ্ধের মাধ্যমে অর্জিত এ বিজয়কে অর্থবহ করতে মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে আরও শানিত করতে হবে। অধিকার, ইনসাফ ও ন্যায়ভিত্তিক সমাজ কেবল ইসলামই উপহার দিতে পারে।”
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাসুদুর রহমান গিয়াস, মাওলানা মজিবুর রহমান মিয়াজী, মুফতী জাহাঙ্গীর আলম এবং গাজী আবুল কাশেম প্রমুখ।
মুহাম্মদ হাফিজুর রহমান তার বক্তব্যে বলেন, সাম্য, মানবিক মর্যাদা ও ইনসাফকে কেবল বক্তব্য ও শ্লোগানের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে। তিনি অভিযোগ করেন, ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসররা যে বয়ানের মাধ্যমে দুঃশাসন দীর্ঘায়িত করেছিল, এখন নতুন একটি গোষ্ঠী সেই একই বয়ান সামনে এনে চাঁদাবাজি ও দখলবাজিকে বৈধতা দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে।
আলোচনা সভায় বিজয় দিবসের তাৎপর্য এবং বর্তমান রাজনৈতিক-সামাজিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।




Comments