Image description

মহান বিজয় দিবস উপলক্ষে পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দরে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা কুশিয়ারা’ সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত করা হয়। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত পায়রা বন্দরের সার্ভিস জেটিতে জাহাজটি প্রদর্শন করা হয়।

বিজয় দিবসে সরাসরি যুদ্ধজাহাজ দেখার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন দর্শনার্থীরা। জাহাজটি একনজর দেখতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে পায়রা বন্দরে ভিড় জমান স্থানীয় জনগণ ও পর্যটকরা। এ সময় তারা আগ্রহ নিয়ে জাহাজের বিভিন্ন অংশ, কার্যক্রম, কলাকৌশল ও ব্যবহৃত আধুনিক যন্ত্রাংশ ঘুরে দেখেন।

বানৌজা কুশিয়ারার অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার এস এম জায়েদুল ইসলাম বলেন, “বিজয় দিবসে জাহাজটি উন্মুক্ত রাখার মাধ্যমে সাধারণ মানুষ ও নৌবাহিনীর মধ্যে সম্পর্কের উন্নয়ন ঘটছে। এর মাধ্যমে নতুন প্রজন্ম নৌবাহিনী সম্পর্কে জানতে পারবে এবং দেশ গঠন ও দেশসেবায় এই বাহিনীতে যোগদানে উদ্বুদ্ধ হবে বলে আমি আশাবাদী।”

এদিকে, পায়রা বন্দর ছাড়াও পটুয়াখালীর কলাপাড়া, মহিপুর ও কুয়াকাটায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।