Image description

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মঞ্জুরুল আহসান মুন্সীর অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। ঋণখেলাপির তালিকা থেকে তার নাম স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। এর ফলে তিনি এখন ঋণখেলাপি হিসেবেই চিহ্নিত হবেন এবং নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত প্রিমিয়ার ব্যাংকের করা আবেদনের শুনানি শেষে হাইকোর্টের পূর্ববর্তী আদেশটি স্থগিত করেন। আদালতে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বিভূতি তরফদার।

এর আগে বিচারপতি এ কে এম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ মঞ্জুরুল আহসান মুন্সীর নাম ঋণখেলাপির তালিকা থেকে স্থগিত করার আদেশ দিয়েছিলেন। এই আদেশের ফলে তার নির্বাচনে অংশ নেওয়ার পথ সুগম হয়েছিল। তবে প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষ হাইকোর্টের ওই আদেশ চ্যালেঞ্জ করে চেম্বার আদালতে আপিল করলে আজ তা স্থগিত হয়ে যায়।

আইনজীবীদের মতে, চেম্বার আদালতের এই স্থগিতাদেশের ফলে মঞ্জুরুল আহসান মুন্সী বর্তমানে একজন ‘ঋণখেলাপি’। নির্বাচনী আইন অনুযায়ী, ঋণখেলাপি ব্যক্তি সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতা হারান।

কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থীর এই আইনি জটিলতার ফলে নির্বাচনী সমীকরণে বড় পরিবর্তন আসতে পারে। উল্লেখ্য, এই আসনে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মঞ্জুরুল আহসান মুন্সী শেষ পর্যন্ত আইনি লড়াইয়ে ফিরতে না পারলে মাঠের লড়াইয়ে তার প্রভাব স্পষ্ট হবে।

মানবকণ্ঠ/আরআই