Image description

কুমিল্লা–৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া সিদ্ধান্ত চ্যালেঞ্জ করার রিট হাইকোর্ট খারিজ করে দিয়েছে। আদালতের এই আদেশের ফলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না। বুধবার (২১ জানুয়ারি) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এই সিদ্ধান্ত দেন।

মঞ্জুরুল আহসান মুন্সীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান, ব্যারিস্টার হামিদুল মিসবাহ ও অ্যাডভোকেট সাইফুল্লাহ আল মামুন। অন্যপক্ষে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী হাসনাত আবদুল্লাহর পক্ষে ছিলেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী, অ্যাডভোকেট মোহাম্মদ হোসাইন লিপু, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা ও অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন।

হাসনাত আবদুল্লাহর আইনজীবী মোহাম্মদ হোসাইন লিপু জানিয়েছেন, আদালতের কাছে ঋণ খেলাপির তথ্য গোপন করার অভিযোগে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে। এখন তিনি নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। তবে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করার সুযোগ আছে।

মঞ্জুরুল আহসান মুন্সী ১৯ জানুয়ারি হাইকোর্টে রিট আবেদন করেন, যাতে ইসির ১৭ জানুয়ারির মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত স্থগিত করা হয়। উল্লেখ্য, এ রিটের আগে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন। কিন্তু জাতীয় নাগরিক পার্টির প্রার্থী হাসনাত আবদুল্লাহ আপিলে অভিযোগ করেছিলেন, মুন্সী ঋণখেলাপির তথ্য লুকিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এরপর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে শুনানির পর ১৭ জানুয়ারি ইসি তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে।

মানবকণ্ঠ/আরআই