Image description

‘বইমেলা সেরা বই পুরস্কার ২০২৫’ পেলেন ১২ জন লেখক। পুরস্কারপ্রাপ্তরা হলেন— আবিদ আজম, সাবরিনা শুভ্রা, মো. মেহেদী হাসান, জয়শ্রী দাস, মাহবুব নাহিদ, হোমায়রা মোর্শেদা আখতার, ফাতেমা কাওসার, শিমুল পারভীন, জাকির মুরাদ, মোরশেদ কমল, মোহাম্মদ কুতুবউদ্দিন এবং ফারজানা ইসলাম।

শনিবার (২২ মার্চ) বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে পুরস্কারপ্রাপ্তদের হাতে এই পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মত্স ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

অমর একুশে বইমেলার বিশেষ বুলেটিন ‘ছুটির দিনের বইমেলা’ প্রবর্তিত এই পুরস্কারে এবার সেরা রিপোর্টার ও জুলাই সাহিত্য নামে দুটি নতুন ক্যাটাগরি যুক্ত হয়েছে। প্রথমবারের মতো সেরা রিপোর্টার পুরস্কার পেলেন বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক মোস্তফা মতিহার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শিশুসাহিত্যিক মামুন সারওয়ার, কবি ইমরান মাহফুজ, ছুটির দিনের বইমেলার সম্পাদক দীপান্ত রায়হান।

ইঞ্জিনিয়ার ও লেখক এ কে এম রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাসের সাবেক সভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রেজাবুদ্দৌলা চৌধুরী ও কবি আসাদ কাজল।