
কথাসাহিত্যিক ও সাংবাদিক আবদুল্লাহ আল ইমরানের নির্বাচিত সাহিত্যকর্ম এবার ই-বুক ও অডিওবুক সংস্করণে পাওয়া যাবে বইঘরের ডিজিটাল প্ল্যাটফর্মে। সম্প্রতি এক চুক্তির মাধ্যমে বইঘর তার উল্লেখযোগ্য সাহিত্যকর্ম প্রকাশের স্বত্ব লাভ করেছে।
চুক্তির আওতায় প্রকাশিতব্য উপন্যাসগুলো হলো, এইসব ভালোবাসা মিছে নয়, কালচক্র, দিবানিশি, হৃদয়ের দখিন দুয়ার, চন্দ্রলেখা, এবং চন্দন গন্ধের বন। এর সঙ্গে যুক্ত হচ্ছে তিনটি নতুন গল্প—পাথর, ডোরাকাটা ভয় এবং ভাঙনকাল।
দেশবিদেশের যে কোনো প্রান্ত থেকে বইঘর অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে পাঠক এখন সহজেই পড়তে ও শুনতে পারবেন আবদুল্লাহ আল ইমরানের সাহিত্যকর্ম।
পেশাগতভাবে ইমরান কর্মরত কানাডার জাতীয় গণমাধ্যম CBC টেলিভিশনের জনপ্রিয় অনুসন্ধানী অনুষ্ঠান The Fifth Estate-এ। এর আগে বাংলাদেশে তিনি এক যুগেরও বেশি সময় ধরে কাজ করেছেন চ্যানেল ২৪, কালের কণ্ঠসহ একাধিক গণমাধ্যমে।
সাহিত্যজগতে বিশেষভাবে প্রশংসিত ইমরানের উপন্যাস কালচক্র, যেখানে খুলনার পাটকলকেন্দ্রিক শ্রমজীবী মানুষের জীবনসংগ্রাম উঠে এসেছে। উপন্যাসটি পূর্বপশ্চিম সাহিত্য পুরস্কারে ভূষিত হয়।
বইঘরের সিনিয়র ম্যানেজার মাইনুল হক রনি বলেন, ‘আবদুল্লাহ আল ইমরান এ সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ লেখক। তার সাহিত্যকর্মকে বিশ্বব্যাপী বাংলা পাঠকের দোরগোড়ায় পৌঁছে দিতে পারা আমাদের জন্য আনন্দের।’
বইঘর গ্লোবাল সার্ভিসেস লিমিটেড বাংলাদেশের অন্যতম শীর্ষ ডিজিটাল বুক ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম, যা বাংলা বইয়ের ই-বুক ও অডিওবুক সংস্করণ পাঠকের কাছে পৌঁছে দিচ্ছে দেশবিদেশের যেকোনো প্রান্তে, অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে।
Comments